দীপালি সেন: দায়িত্ব পাওয়ার পরই ছাত্রভোট নিয়ে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। ছাত্রভোট প্রসঙ্গটিও ওঠে সেখানে। উপাচার্য জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রভোট হয় সেটা দেখব। সরকারকেও জানাব।
২০২০ সালের পর থেকে আর ছাত্রভোট হয়নি। মাঝে দু’বছর করোনার দাপটে থমকে ছিল নির্বাচন। তারপরে আর ভোটগ্রহণ হয়নি। এদিন সেই নির্বাচন প্রক্রিয়ায় পক্ষে সওয়াল করেন যাদবপুরের নয়া উপাচার্য। তিনি বলেন, “আজকের বৈঠকে নির্বাচন নিয়ে রেজোলিউশন হয়েছে। দ্রুত বিষয়টি সরকারকে জানাব। যত তাড়াতাড়ি সম্ভব ভোট করানোর ব্যবস্থা করাব।”
এছাড়া একাধিক বিষয় নিয়ে রেজোলিউশন হয় বৈঠকে। এর মধ্যে রয়েছে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.