Advertisement
Advertisement

Breaking News

Jadavpur University

দ্রুত ছাত্রভোট, ‘অশান্ত’ যাদবপুরের ভার নিয়েই আরজি নয়া উপাচার্যের

২০২০ সালের পর থেকে আর ছাত্রভোট হয়নি।

New VC of Jadavpur vows for Student Election | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 21, 2023 9:02 pm
  • Updated:August 21, 2023 9:03 pm  

দীপালি সেন: দায়িত্ব পাওয়ার পরই ছাত্রভোট নিয়ে সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। ছাত্রভোট প্রসঙ্গটিও ওঠে সেখানে। উপাচার্য জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রভোট হয় সেটা দেখব। সরকারকেও জানাব।

২০২০ সালের পর থেকে আর ছাত্রভোট হয়নি। মাঝে দু’বছর করোনার দাপটে থমকে ছিল নির্বাচন। তারপরে আর ভোটগ্রহণ হয়নি। এদিন সেই নির্বাচন প্রক্রিয়ায় পক্ষে সওয়াল করেন যাদবপুরের নয়া উপাচার্য। তিনি বলেন, “আজকের বৈঠকে নির্বাচন নিয়ে রেজোলিউশন হয়েছে। দ্রুত বিষয়টি সরকারকে জানাব। যত তাড়াতাড়ি সম্ভব ভোট করানোর ব্যবস্থা করাব।”

Advertisement

[আরও পড়ুন: পরনে স্কুল ড্রেস, পাশে পড়ে ব্যাগ, পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার নাবালিকার দেহ]

এছাড়া একাধিক বিষয় নিয়ে রেজোলিউশন হয় বৈঠকে। এর মধ্যে রয়েছে

  • স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সকল পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে
  • পড়ুয়াদের ভয় কাটাতে মেন্টর গ্রুপের আলাদা করে মিটিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রথম বর্ষের পড়ুয়াদের কাউন্সেলিংয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয়।
  • অ্যান্টি র‌্যাগিং কমিটি ও অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড ক্ষমতা বৃদ্ধি করছে বিশ্ববিদ্যালয়।
  • ২ কিলোমিটারের মধ্যে থাকেন এমন সদস্যদের বলা হয়েছে এধরনের কোনও অভিযোগ পেলেই দ্রুত সেখানে পৌঁছতে হবে।
  • এবিষয়ে এনজিওর সাহায্য নেওয়া হতে পারে।
  • এক্স সার্ভিস মেনদেরও ব্যবহারের বিষয় ভাবনাচিন্তা করা হচ্ছে।

[আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্যালিকাকে নিয়ে চম্পট দিল জামাই! শোরগোল পুরুলিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement