ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: বাংলার পর্যটকদের জন্য় সুখবর। নতুন বছরে বঙ্গেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছুটবে সেমি হাইস্পিড ট্রেনটি। ট্রেনের গতি থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য বন্দে ভারতের সবটাই বিশ্বমানের। আগামী ৩০ ডিসেম্বর হাই স্পিড ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ট্রেনটি চলবে। বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের গতি কতটা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিকেলের দিকে হাওড়া থেকে রওনা দিয়ে রাতের মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে ট্রেনটি। মাঝে একমাত্র মালদহ স্টেশনে দাঁড়াবে। কিন্তু সপ্তাহে ক’দিন চলবে, কখন ছাড়বে বা ভাড়া কত হবে তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
শুধু গতি নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে তৈরি বন্দে ভারত। ট্রেনটি পুরোটাই হবে এসি চেয়ার কার। প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরতে পারবে অর্থাৎ কোচে থাকবে রিভলবিং চেয়ার। ইতিমধ্যে ইন্টিগ্রেটেড কোচ ফ্য়াক্টরিতে কোচ তৈরির কাজ শেষ। কিন্তু ট্রেন পরিচালনার জন্য যে সফটওয়্য়ার প্রয়োজন, সেটা এখনও তৈরি হয়নি বলে খবর। জানা গিয়েছে, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে ট্রেনের অন্দরেই। ট্রেনটি চালু হয়ে গেলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াতে সুবিধা বাড়বে। সুবিধা পাবেন পর্যটকরা।
ভারতে তৈরি এই সেমি হাইস্পিড ট্রেন এখন দেশের ছটি রুটে চলছে। সেই তালিকায় জুড়ে যাবে হাওড়া- নিউ জলপাইগুড়ির নামও। এখনও পর্যন্ত যা খবর তাতে বছর শেষেই সেমি হাইস্পিড ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.