Advertisement
Advertisement

Breaking News

Police Transfer

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলাচ্ছে মালদহ-বাঁকুড়া-রানাঘাটের এসপি

ইনস্পেক্টর পদেও ব্যাপক রদবদল।

New Transfer and posting order for Bengal Police from Nabanna | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:April 26, 2022 9:01 pm
  • Updated:April 26, 2022 9:01 pm  

গৌতম ব্রহ্ম: রাজ্য পুলিশে সতেরোটি রদবদল। একদিকে যেমন মালদহ, বারুইপুর, ডায়মন্ডহারবার, রানাঘাট, বাঁকুড়ার পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে বদলি হয়েছেন কলকাতা ও বিধাননগরের কয়েকজন আধিকারিক। মঙ্গলবার নবান্ন থেকে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়।

Police-Trasfer

Advertisement

নতুন তালিকা অনুযায়ী, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) হচ্ছেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি ডিডি পদে থাকা দেবষ্মিতা দাস। আর কলকাতা পুলিশের ডিসি ডিডি হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদে থাকা সূর্যপ্রতাপ যাদব। আইজি STF রাজেশ কুমার যাদব কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (৩) হলেন।

Police-Trasfer-1

[আরও পড়ুন: তীব্র গরম কাড়ল আরও এক প্রাণ, হিট স্ট্রোকের বলি যাদবপুর বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী]

জেলা পুলিশেও (District Police) ব্যাপক রদবদল। বারুইপুরের পুলিশ সুপার বৈভব তিওয়ারি বদলি হয়ে গেলেন বাঁকুড়ার পুলিশ সুপার পদে। বাঁকুড়ার পুলিশ সুপারের দায়িত্বে থাকা ধৃতিমান সরকার হলেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার। রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস গেলেন সিআইডি-র (CID) এসএস পদে। ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার পদে থাকা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন রানাঘাটের পুলিশ সুপার। বারুইপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হলেন পুষ্পা, তিনি খড়গপুরের এসআরপি পদে ছিলেন।

Police Trasfer 2

এদিন মোট সতেরোজন পুলিশ আধিকারিকের বদলির বিজ্ঞপ্তিই জারি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) প্রবীন প্রকাশকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হয়েছেন নিধি রানি। তিনি এতদিন এসভিএসপিএ-র ভাইস প্রিন্সিপ্যাল পদে ছিলেন। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন পূর্ব মেদিনীপুর এসপি অফিসের ওএসডি শ্রদ্ধা এন পাণ্ডে। নবান্নের বক্তব্য, এটি রুটিন বদলি। পুলিশি ব্যবস্থাকে সক্রিয় রাখতে এমন বদল ঘটেই থাকে। 

[আরও পড়ুন: রাখে হরি মারে কে! সাঁতার না জেনেও টানা পাঁচ ঘণ্টা মাতলার জলে ভেসে রইলেন প্রৌঢ়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement