Advertisement
Advertisement

নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা

খুনিরা পূর্বপরিচিত, দাবি পুলিশের৷

New Town realtor murder
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 19, 2018 12:43 pm
  • Updated:November 19, 2018 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি-বিবাদে রীতিমতো পরিকল্পনা করেই খুন৷ জমি জরিপের কাজ দেওয়ার অছিলায় ঘটনার আগের দিন এলাকায় ঘুরেও গিয়েছিল আততায়ীরা৷ নিউটাউনে প্রোমোটার খুনের তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, নিহতদের পরিবারের লোক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে পুলিশ৷  প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অভিযুক্তদের ছবি আঁকার কাজ চলছে বলে জানা গিয়েছে৷  

[লগ্নির নামে প্রতারণা, ৩৫ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা]

Advertisement

নিউটাউনের পাথরঘাটার মালোপাড়ায় সপরিবারে থাকতেন চঞ্চল বিশ্বাস৷ প্রোমোটিংয়ের ব্যবসা করতেন তিনি৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, রবিবার রাত আটটা নাগাদ দুটি বাইকে চেপে তিনজন বাড়িতে আসে। চঞ্চল একা নন, তখন বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও ভাইও৷ ওই তিনজনের সঙ্গে বচসা শুরু হয় প্রোমোটারের৷ আচমকাই বন্দুক বের করে খুব কাছ থেকে চঞ্চলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় একজন৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ পুলিশ জানিয়েছে, চঞ্চল বিশ্বাসের পেট ও বুক লক্ষ্য করে প্রথমে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে মুখের ভিতর বন্দুক ঢুকিয়ে ফের গুলি চালানো হয়৷ এদিকে ঘটনার পর যখন দুষ্কৃতীদের ধরতে যান মৃতের ভাই, তখন তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়৷  গুরুতর আহত হয়েছেন তিনি৷

কিন্তু, প্রোমোটার চঞ্চল বিশ্বাসকে কে বা কারা খুন করল? খুনের কারণই বা কী? খুনিরা যে চঞ্চলের পূর্বপরিচিত, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জমি জরিপের কাজ দেওয়ার অছিলায় ঘটনার আগের দিন নিহতের বাড়ি ও আশেপাশের এলাকা ঘুরেও গিয়েছিল দুষ্কৃতীরা৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা  যে বিবরণ দিয়েছেন, সেই অনুযায়ী অভিযুক্তদের ছবি আঁকার কাজ চলছে বলে জানা গিয়েছে৷

[ ‘আমাকে, ছেলেকে পিটিয়েছে বউমা’, পুলিশে অভিযোগ বৃদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement