ফাইল ছবি
কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। বাড়ছে যাত্রী সংখ্যা। ঠিক এই সময়েই কোভিড-১৯’এর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। তা থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সংক্রান্ত আরেকদফা নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India)। দেশের প্রতিটি বিমানবন্দরের জন্য আলাদা আলাদা নিয়ম জারি হয়েছে। কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে যাত্রীদের সফর করতে হবে, জেনে নিন।
নির্দেশিকায় বলা হয়েছে –
একইসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানে ওঠার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায়ও জোর দিচ্ছে।
দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলে এবং যাত্রীদের দেহে করোনাজনিত কোনও উপসর্গ না থাকলে, তবেই তাঁকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন একাধিকবার বিমানবন্দর জীবাণুমুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি যাত্রীদের পরিছন্নতা বজায় রাখতে কিছুটা দূরত্বেই রাখা থাকছে স্যানিটাইজার, সাবান। সেসব ব্যবহার করে সুরক্ষিত থাকতে পারেন যাত্রীরা। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম বিমানবন্দরের বাইরে ও ভিতরে লেখা থাকছে, যাতে তা দেখেও যাত্রীরা সব জানতে পারেন।
রবিবার NEET পরীক্ষার জন্য শেষ মুহূর্তে শনিবার লকডাউন তুলে নেওয়া হয়েছে রাজ্যে। তা সত্ত্বেও এদিন দমদমে বিমান চলাচল ছিল হাতেগোনা। এয়ার ইন্ডিয়ার তিনটিমাত্র বিমান দমদম থেকে উড়েছে। একটি বেঙ্গালুরু, একটি হায়দরাবাদ ও অন্যটি ভুবনেশ্বরগামী। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি মাত্র তিনটি বিমান চলাচলের ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। রবিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে আশাবাদী দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.