অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুজোর দিনগুলিতে হাওড়া (Howrah) জেলায় সাধারণ মানুষ কোনও বিপদে পড়লে ত্রাতা হয়ে উঠবেন ‘অভিষেকের দূত’রা। তাঁকে ফোন করেই সাহায্য পাবেন। হাওড়া জেলার যে কোনও প্রান্তে কোনও ব্যক্তি বিপদে পড়ে ৯৯০৩৩২২২৮১ এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যাবেন হাওড়া জেলা যুব তৃণমূল (TMC) কর্মীরা। ‘অভিষেকের দূত’ লেখা জামা পরে সেই সব যুবকরা ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁর পাশে দাঁড়াবেন। তাঁকে বিপদে সাহায্য করবেন কিংবা বা তাঁর যে কোনও সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
শনিবার, মহালয়ার (Mahalaya) দিন থেকেই হাওড়া জেলায় তৃণমূল যুব কংগ্রেসের এই ‘অভিষেকের দূত’ কর্মসূচি শুরু হল। এদিন তৃণমূলের জেলা সদর কার্যালয়ে এই কর্মসূচির সূচনা হলো। এর নেতৃত্ব দেবেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। উৎসবের দিনগুলিতে আগামী এক মাস এই কর্মসূচি পালিত হবে। পুজো মণ্ডপগুলিতেও তৃণমূল যুব কংগ্রেসের ‘অভিষেকের দূত’রা থাকবেন। পুজোর (Durga Puja) দিনগুলিতে মানুষের কাছে সবরকম পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের বিপদেও সাহায্য করবেন যুব তৃণমূলের কর্মীরা। দিনের ২৪ ঘন্টাই পরিষেবা দেবে ‘অভিষেকের দূত’।
এদিন এই কর্মসূচির উদ্বোধন করতে দলের হাওড়া জেলা সদর কার্যালয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা হাওড়া সদরের দুই বিধায়ক অরূপ রায় ও মনোজ তিওয়ারি। এছাড়াও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া সদরের বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাওড়া জেলা সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র বললেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও যুব নেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) নির্দেশে হাওড়া জেলায় শনিবার থেকেই অভিষেকের দূত কর্মসূচি শুরু হল।’’
‘অভিষেকের দূত’ কর্মসূচিতে যে সব নম্বরে ফোন করলে সাধারণ মানুষ সুবিধা পাবেন বিধানসভা এলাকা ধরে ধরে সেই নম্বরও দেওয়া হয়েছে –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.