Advertisement
Advertisement
Leo Messi

বিশ্বকাপ জ্বরে ভুগছেন নতুন মা-বাবারা, কলকাতায় জন্ম অসংখ্য ‘মেসি’র

নেইমার নয়, প্রাধান্য পাচ্ছেন আর্জেন্টিনীয় মহাতারকার নামই।

New parents are naming their newborn after Leo Messi in Kolkata। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 2, 2022 1:50 pm
  • Updated:December 2, 2022 1:56 pm  

অভিরূপ দাস: ‘এই মেসি, ন’টার মধ্যে বাড়ি ঢুকবি কিন্তু।’ পাশের বাড়ি থেকে এমন চিৎকার শুনলে অবাক হবেন না। এ মেসির বাড়ি উত্তর কলকাতার গলির গলি তস‌্য গলিতে। আসর বসেছে চারহাজার কিলোমিটার দূরে। তবে তার ঢেউ আছড়ে পড়েছে শহরের একাধিক সরকারি হাসপাতালে। কলকাতা মেডিক‌্যাল কলেজ, এসএসকেএম, নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ কিংবা লেডি ডাফরিন হাসপাতাল। নতুন মা-বাবারা সদ্যোজাতর নাম রাখছেন ফুটবলারদের নামে। এ বিষয়ে প্রতিপক্ষ ব্রাজিলকে পিছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ মা-বাবারই পছন্দের নাম মারাদোনা কিংবা মেসি (Leo Messi)।

লেডি ডাফরিন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাজেশ বিশ্বাস সম্প্রতি ‘মেসি’-কে নিয়ে এসেছেন পৃথিবীতে। হাসপাতাল সূত্রে খবর, এই মেসি-র মায়ের নাম সোনি গুপ্ত। তিনি মধ‌্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার বাসিন্দা। নভেম্বরের শেষ সপ্তাহে ন’মাস কুড়ি দিনের মাথায় তৃতীয় সন্তানের জন্ম দিলেন সোনি। সিজার করেছেন ডা. রাজেশ বিশ্বাস। সহকারী হিসাবে ছিলেন ডা. সুশাং লামা।

Advertisement
Kolkata-Messi
লেডি ডাফরিন হাসপাতালে ভূমিষ্ঠ হল কলকাতার ‘মেসি’

[আরও পড়ুন: ‘চিন্তা করবেন না’, সমর্থকদের আশ্বস্ত করে হাসপাতাল থেকেই বার্তা অসুস্থ পেলের]

চিকিৎসক জানিয়েছেন, নতুন মেসি-র মা-বাবা দু’জনেই ফুটবল ভক্ত। ডেলিভারির সময়ে পেটের মধ্যে বারবার কিক মারছিল শিশুটি। চিকিৎসকের বক্তব‌্য, ডেলিভারির টাইমে প্রায় কুড়িবার কিক মারে বাচ্চাটি। আমরা বাবাকে জানাই। পেটের ভিতর শিশুর ‘কিক’। পাঁচ ঘণ্টা বেশ যন্ত্রণাই হয়েছে মায়ের। তবে সদ্যোজাত জন্মানোর পর একগাল হাসি মা-বাবার মুখে। সোনির স্বামী জানিয়েছেন, ”আমি নিজে আর্জেন্টিনার পাগল ভক্ত। আমার ছেলে মেসি না হয়ে যায় না।” মুচকি হেসেছেন এমার্জেন্সি সার্জন ডা. রাজেশ বিশ্বাস। জানিয়েছেন, অস্ত্রোপচার কঠিন ছিল। হিমোগ্লোবিন ৭.৮ থাকায় ইলেক্ট্রো কটারি ব‌্যবহার করেছি। এতে রক্তক্ষরণ অনেক কম হয়। মেসি আপাতত সম্পূর্ণ সুস্থ। কলকাতা মেডিক‌্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের শল‌্যচিকিৎসক ডা. প্রিয়াঙ্কা স‌ান‌্যাল জানিয়েছেন, ফুটবলারদের নামে নাম রাখার হিড়িক সেখানেও। মা-বাবারা সদ্যোজাতর নাম রাখছেন ফুটবলারদের নামে। তবে নেইমার নয়। সেখানে প্রাধান‌্য পাচ্ছে মেসি কিংবা মারাদোনার নামই।

নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের অধ‌্যাপক ডা. রুণা বল জানিয়েছেন, কোনও বিশেষ দিন অথবা ঘটনা উপলক্ষে‌ ছেলেমেয়ের নামকরণ নতুন নয়। চিকিৎসকের অভিজ্ঞতায়, ২৩শে জানুয়ারি বাচ্চা জন্মেছে নাম রাখা হয়েছে সুভাষচন্দ্র। আবার ২৫শে বৈশাখে রবীন্দ্রনাথ। এমন ঘটনা অহরহ। ডা. রুণা বলের বক্তব‌্য, ”এখন ফুটবল বিশ্বকাপ চলছে। কে না জানে বাঙালি ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত। স্বাভাবিকভাবেই সদ‌্য মা-বাবারা আর্জেন্টিনার সুপারস্টার মেসি-মারাদোনার নামে নাম রাখছেন সন্তানের।”

[আরও পড়ুন: ‘বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আমার দেশ’, বলছেন মারাদোনার সতীর্থ বুরুচাগা ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement