Advertisement
Advertisement

ব়্যাগিং ঠেকাতে আসছে নয়া মোবাইল অ্যাপ

অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ছাত্রবন্ধু’৷

New mobile app to stop ragging
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 9:43 am
  • Updated:September 15, 2016 9:43 am  

শ্রীষিতা ঘোষ: ব়্যাগিং হোক কিংবা যৌন নিগ্রহ! মোবাইল অ্যাপেই এবার মিলবে দ্রুত অভিযোগ জানানোর সুবিধা৷ এমন কোনও ঘটনা ঘটলে আক্রান্ত ছাত্রী, শিক্ষিকা বা মহিলা অশিক্ষক কর্মীরা দ্রুত অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে৷ শুধু তাই নয়, পরীক্ষার ফল প্রকাশ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় তথ্যও এবার সহজে মোবাইলেই দেখে নিতে পারবেন ছাত্রছাত্রীরা৷

প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জন্য এবার গোটা বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তুলে ধরতে নয়া অ্যাপ চালু করতে চলেছে কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো থাকছেই৷ পাশাপাশি এবার ঘরে বসেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইল অ্যাপেই দেখে নিতে পারবেন পড়ুয়ারা৷ আগামী ১৫ সেপ্টেম্বর নয়া অ্যাপটির উদ্বোধন করবেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী৷ অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ছাত্রবন্ধু’৷ রাজ্য তথা কেন্দ্রের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই এই উদ্যোগ প্রথম বলে জানান উপাচার্য৷ রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী জানান, আশা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই মোবাইল অ্যাপ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, অশিক্ষক কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে৷

Advertisement

ধাপে ধাপে এটিকে উন্নততর করে তোলা হবে৷ প্রাথমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, অশিক্ষক কর্মীদের জন্য জারি হওয়া বিভিন্ন বিজ্ঞপ্তিগুলি তুলে ধরা হবে৷ পরবর্তী ধাপগুলিতে যথাক্রমে ফল জানার ব্যবস্থা, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, ভর্তিপ্রক্রিয়া বিষয়ক বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাপ মারফত৷ এছাড়াও ক্যাম্পাসে কোনও ব়্যাগিং বা যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটলে সে সংক্রান্ত অভিযোগও সরাসরি এর মাধ্যমে জানানো যাবে কর্তৃপক্ষের কাছে৷ যদিও প্রশ্ন উঠেছে, মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কাছে কি এই মোবাইল অ্যাপ আদৌ ব্যবহারযোগ্য হবে? অ্যান্ড্রয়েড মোবাইল বা ইন্টারনেট পরিষেবা কি গ্রামীণ এলাকার সর্বত্র পাওয়া সম্ভব? উত্তরে রেজিস্ট্রার জানিয়েছেন, আজকের দিনে সিংহভাগ পড়ুয়ার কাছেই এ ধরনের মোবাইল রয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement