ছবি: প্রতীকী
বুদ্ধদেব সেনগুপ্ত: এখন সর্বভারতীয় দল তৃণমূল (TMC)। বাংলার বাইরে একের পর এক রাজ্যে তৈরি হচ্ছে দলীয় সংগঠন। ঘাসফুল চিহ্নে ভোটে লড়ছেন সে রাজ্য়ের প্রার্থীরা। লোকসভা ভোটের আগে সেই সমস্ত রাজ্যের সমস্যা তুলে ধরতে জাতীয়স্তরে তৃণমূল মুখপাত্রের তালিকায় সংযোজিত হল একাধিক নাম। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েনরা। তেমনই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে স্থান পেয়েছেন বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠি থেকে শুরু করে সুস্মিতা দেব, মুকুল সাংমা, ত্রাজানো ডি মেলোরাও।
শনিবার প্রকাশিত হওয়া তালিকায় জাতীয়স্তরে মুখপাত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০ সদস্যকে। এই তালিকায় যেমন বাংলার সাংসদ, মন্ত্রী, বিধায়করা আছেন, তেমনই আছেন ভিনরাজ্যের তৃণমূল নেতানেত্রীরাও। এদিকে মিডিয়া সেলের কাজ দেখভাল করবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
একনজরে জাতীয় মুখপাত্রদের নামের তালিকা
রাজ্যেও দলীয় মুখপাত্রের তালিকায় সংযোজিত হয়েছে একাধিক নাম
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.