নব্যেন্দু হাজরা: এবার দক্ষিণেশ্বর থেকে এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে রুবি। ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেম চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে টিকিট কাটলে রুবি পৌঁছে যাওয়া সম্ভব। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো বদল করতে হলেও টিকিট কাটতে হবে না। মেট্রোর ভাড়া তালিকা জানিয়ে দিল কর্তৃপক্ষ।
সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কবি সুভাষ-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটের মেট্রো উদ্বোধন হতে পারে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে তার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখল মেট্রো কর্তৃপক্ষ। জানিয়ে দিল কোন স্টেশন থেকে গন্তব্যে পৌঁছতে ঠিক কত ভাড়া গুনতে হবে।
এক ঝলকে ভাড়ার তালিকা
কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। ৫ টাকায় কবি সুভাষ থেকে পরের স্টেশন সত্যজিৎ রায় পর্যন্ত যাওয়া যাবে। এর পর থেকে স্টেশন পিছু ৫ টাকা ভাড়া বাড়বে। একইভাবে রুবি থেকে পরবর্তী কবি সুকান্ত আসার জন্য ৫ টাকার টিকিট কাটতে হবে। তবে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেতে বা উলটোপথে আসতে খরচ হবে ২০ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.