Advertisement
Advertisement

Breaking News

Manik Bhattacharya

আরও বিপাকে জেলবন্দি মানিক, এবার মামলা ঠুকলেন প্রাক্তন ছাত্ররা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দায়ের মামলা।

New Case filed against Manik Bhattacharya in Calcutta HC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 5, 2023 2:37 pm
  • Updated:October 5, 2023 2:38 pm  

গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে জেলবন্দি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এবার তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) । এবার তাঁর ছাত্ররাই মানিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। অভিযোগ, অধ্যক্ষ হওয়ার যোগ্যতা না থাকার পরও তিনি কলকাতার আইন কলেজের অধ্যক্ষ হয়েছিল তিনি। এর বিরোধিতা করেই এবার মামলা দায়ের হল।

১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্ৰ চৌধুরী ল’কলেজের অধ্যক্ষ ছিলেন মানিক ভট্টাচার্য। অভিযোগ, কোনও কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু মানিকের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এই প্রশ্ন তুলেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। শুনানির সম্ভাবনা শীঘ্রই।

Advertisement

[আরও পড়ুন: ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের, ‘জমিদারি’তে তোপ শাসকদলের]

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teachers Recruitment Scam) মামলায় ইতিমধ্যেই জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর স্ত্রী ও ছেলেকেও ইডি গ্রেপ্তার করেছিল। এবার মানিকের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হল।

প্রসঙ্গত, টাকার বিনিময় চাকরির বাইরেও একাধিক অভিযোগ নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতিতে নতুন মামলা দায়ের হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বৃহস্পতিবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী সপ্তাহের শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিকের যাঁরা যোগ্যতা থাকা সত্বেও বিভিন্ন কারণে চাকরি পাচ্ছেন না তাঁরাই মামলা দায়ের করেছে বলে খবর। রাস্তায় বসে যাঁরা আন্দোলন করছেন তাঁরাও আছে।

[আরও পড়ুন: ‘কোনও মন্ত্রীরও আসা উচিত ছিল’, বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে ‘পর্যটক’ খোঁচার জবাব রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement