Advertisement
Advertisement
Baguiati hospital

সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ বাগুইআটিতে

অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

New born dies at Baguiati hospital, family alleges negligence | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 17, 2023 1:09 pm
  • Updated:August 17, 2023 1:09 pm

বিধান নস্কর, লেকটাউন: সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখায় সদ্যোজাতর পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির দেশবন্ধু নগর হাসপাতাল চত্বর। যদিও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

নারায়নপুর কাঁদিহাটি এলাকার বাসিন্দা অন্তঃসত্ত্বা সুপ্রিয়া চক্রবর্তী ১৩ আগস্ট বাগুইআটি দেশবন্ধু নগর হাসপাতালে ভরতি হন। পরের দিন তিনি এক সন্তানের জন্ম দেন। সেই সময় মা এবং শিশু দুজনই ভাল আছে বলে জানায় হাসপাতালের কর্তৃপক্ষ। এমনই দাবি করেছে শিশুর পরিবার। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আজ হাসপাতালের তরফে জানানো হয় সকালে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ধৃত কাশ্মীরি ছাত্রকে OBC সার্টিফিকেট দিল কে?’, যাদবপুর কাণ্ডের NIA তদন্তের দাবি শুভেন্দুর]

এরপরই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবার। অভিযোগ, বাচ্চার শরীরে ছোপ-ছোপ দাগ ছিল। কিন্তু সঠিকভাবে তার দেখাশোনা করা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পরিবারের লোকজন বাগুইআটি থানায় অভিযোগ জানাতে গেলে বিষয়টি তাঁদের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এবং পরিবারকে স্বাস্থ্যভবন যেতে বলে। এরপর হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। শিশুমৃত্যুর কারণ তদন্ত করে দেখা হোক বলে দাবি তোলেন পরিবার।

[আরও পড়ুন: গণধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত আদৌ সম্ভব? মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement