Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

Durga Puja 2023: প্রথমবার পুজোর ডিউটি, পাশমার্ক পেল সূর্য, চন্দা, ক্যামফররা

কলকাতা পুলিশের এই সারমেয় বাহিনীর বেশিরভাগই বিস্ফোরক বিশেষজ্ঞ।

New batch of Kolkata Police dog squad successfully managed security during Durga Puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 23, 2023 9:06 am
  • Updated:October 23, 2023 9:10 am  

অর্ণব আইচ: কয়েকমাস আগেই প্রশিক্ষণ নিয়ে কলকাতায় এসেছে তারা। এই পুজোয় (Durga Puja) নিরাপত্তা  চরম পরীক্ষায় পাশ করল সূর্য, চন্দা। পাশ করল রেখা আর ক‌্যামফরও। পুজোয় অন‌্যান‌্য বিভাগের পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ ডিউটি করে কলকাতা পুলিশের (Kolkata Police)সারমেয় বাহিনীও। আপাতত লালবাজারের হাতে থাকা ৩৫টি পুলিশ কুকুরের (Dog Squad)মধ্যে বেশিরভাগই বিস্ফোরক বিশেষজ্ঞ। পুজোর সময় পুলিশকর্মী ও আধিকারিকদের মতো তাদেরও পরিশ্রমের শেষ থাকে না।

গত বছরই প্রশিক্ষণ নিয়ে এসেছে সূর্য, চন্দা, রেখা আর ক‌্যামফর। তাদের মধ্যে প্রথম তিনটি সারমেয়ই জার্মান শেফার্ড প্রজাতির। ক‌্যামফর ল‌্যাবরাডর। সূর্য ও ক‌্যামফর পুরুষ। তাদের চারজনকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারত-তিব্বত সীমান্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী আইটিবিপি-র (ITBP) প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়। ক‌্যামফর ট্র‌্যাকিং ডগ বা খুনিদের সন্ধানে থাকা কুকুর হিসাবে প্রশিক্ষণ পায়। সূর্য, চন্দা ও রেখা বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে প্রশিক্ষণের পর কলকাতা পুলিশে যোগ দেয়। এই তিন ‘বন্ধু-বান্ধবী’র মূল কাজ ভিআইপি (VIP) যাওয়ার আগে সেই জায়গাটি পরীক্ষা করা। কোনও ধরনের বিস্ফোরক (Explosive) বস্তু থাকলেই সঙ্গে থাকা ‘হ‌্যান্ডলার’কে তা জানান দেওয়া। এ ছাড়াও কোথাও সুটকেস, ব‌্যাগের মতো কোনও সন্দেহজনক বস্তু পড়ে থাকলে তার মধ্যে কোনও বিস্ফোরক রয়েছে কি না, তা-ও পুলিশ আধিকারিকদের জানানো তাদের কাজের মধ্যে পড়ে।

Advertisement

[আরও পড়ুন: নারীর হাতে দেবীর পূজা! প্রথমবার দুর্গাপুজোর দায়িত্বে মালদহের ২ মহিলা পুরোহিত

প্রথম থেকেই অন‌্যান‌্য ‘সিনিয়র’দের সঙ্গে পাল্লা দিয়ে সফলভাবে ডিউটি করেছে এই সারমেয় বাহিনী। তাই পুজোর আগে থেকেই তাদের নাম চলে আসে ডিউটির তালিকায়। মহালয়ার (Mahalaya) আগে থেকে সূর্য, চন্দা ও রেখাকে পাঠানো হয় ডিউটিতে। লালবাজারের এক কর্তা জানান, এবার মুখ‌্যমন্ত্রী ভারচুয়ালি পুজোর উদ্বোধন করলেও প্রত্যেকটি পুজো মণ্ডপে ছিল পুজো কমিটির সদস‌্য ও বাইরের দর্শনার্থীদের ভিড়। ‘তরুণ তুর্কি’ সূর্য, চন্দা, রেখাদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন পুজোর মণ্ডপে। মণ্ডপ ও তার চারপাশের যেখানে যেখানে গর্ত রয়েছে, সেই জায়গাগুলি শুঁকে পরীক্ষা করে তারা।

[আরও পড়ুন: সম্প্রীতির দুর্গাপুজো সিঙ্গুরে, গ্রামে হিন্দু-মুসলিমদের যৌথ উদ্যোগে প্রথম পুজো]

এছাড়াও মণ্ডপের ভিতরের বিভিন্ন জায়গাও তারা বিস্ফোরকের সন্ধান করে। দুপুরের মধ্যেই শহরের গুরুত্বপূর্ণ মণ্ডপে মণ্ডপে ঘুরে সারমেয় বাহিনী পরীক্ষা চালায়। এই বছরই এভাবে প্রথম পুজোর ডিউটি করতে হয় সূর্য, চন্দা, রেখাদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement