Advertisement
Advertisement

Breaking News

হৃদরোগের পাঠ শেখাতে নয়া অ্যাপ

খাদ্যাভ্যাস ও জীবনশৈলীর জন্য ভারতে হৃদরোগের প্রকোপ বাড়ছে৷

New app launched to educate people on Heart Disease
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 9:37 am
  • Updated:November 4, 2016 9:37 am  

স্টাফ রিপোর্টার: ভারতে মহামারীর আকার নিয়েছে হৃদরোগ৷ প্রতি ১০ সেকেন্ডে একজন মানুষের হৃদরোগে মৃত্যু হচ্ছে৷ এর মধ্যে ১০ শতাংশ রোগীর আবার চল্লিশের নিচে বয়স৷ এই পরিস্থিতি বদলাতে অভিযান শুরু করল ‘সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং’ (সাওল)৷ হাতে নিল দেশের ৬ কোটি মানুষকে হৃদরোগ নিয়ে শিক্ষিত করার ‘ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড ইরাডিকেশন অফ হার্ট অ্যাটাক’-এর দায়িত্ব৷ চালু হল নয়া অ্যাপ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘ইমামি ফাউন্ডেশন’৷ বৃহস্পতিবার কলকাতার হিন্দুস্থান ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করলেন ইমামি-র প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী চেয়ারম্যান আর এস আগরওয়াল৷

উপস্থিত ছিলেন ইমামির ম্যানেজিং ডিরেক্টর এস কে গোয়েঙ্কা, ‘সাওল হার্ট সেন্টার’-এর প্রতিষ্ঠাতা বিমল ঝাঝর, হিন্দুস্থান ক্লাবের প্রেসিডেন্ট গৌরাঙ্গ ওয়াই ভাট প্রমুখ৷ আর এস আগরওয়াল জানালেন, “খাদ্যাভ্যাস ও জীবনশৈলীর জন্য ভারতে হৃদরোগের প্রকোপ বাড়ছে৷ আশা করছি, এই প্রকল্প হৃদরোগ ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷”

Advertisement

এদিন ইন্টারন্যাশনাল ক্লাবের দেড়শো সদস্যের শারীরিক পরীক্ষা করা হয়৷ পরে বিমলবাবু জানান, ট্রাইগ্লিসারাইড, সুগার, রক্তচাপ, কোলেস্টরল-সহ আঠারোটা পয়েন্টের সাহায্যে হার্টের স্বাস্থ্য নির্ণয় করা যায়৷ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কার কতটা তা বলে দেওয়া যায়৷ এ রাজ্যে আরও পনেরোটি এমন শিবির করবে সাওল৷ তেল ছাড়া রান্নার উপায় বাতলে দেওয়ার জন্যও কর্মসূচি নেওয়া হচ্ছে৷ ৭-৮ জানুয়ারি পিকনিক গার্ডেনে বিমলবাবু নিজে তেল ছাড়া রান্না শেখাবেন৷

এদিনের অনুষ্ঠানে ‘শারস’ নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়৷ এর সাহায্যে যে কেউ জানতে পারবেন তাঁর হার্ট কতটা সুরক্ষিত৷ একটি সিডিরও উদ্বোধন করা হয়৷ বিমলবাবুর যুক্তি পরিষ্কার, প্রতিষেধকের সাহায্যে যদি পোলিও, যক্ষ্মা ঠেকানো যায়, তবে হৃদরোগও ঠেকানো যাবে৷ এই প্রতিষেধক হল শিক্ষা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement