Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique

Nawsad Siddique: ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসবে নওশাদকে আমন্ত্রণ শওকতের, কী বললেন ISF বিধায়ক?

আগামী ১৩ আগস্ট ভাঙড়ে বিজয়োৎসব তৃণমূলের।

Nawsad Siddique invited in TMC celebration, MLA declined to attend । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2023 4:02 pm
  • Updated:August 3, 2023 6:43 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড়। ভাঙড়েও ফুটেছে ঘাসফুল। বিপুল জয়ের পর আগামী ১৩ আগস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসব। আর ওই অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ শওকত মোল্লার। যাবেন না বলেই সাফ জানালেন আইএসএফ বিধায়ক। 

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার বলেন, আগামী ১৩ আগস্ট ভাঙড়ের শোনপুরে তৃণমূলের বিজয় উৎসব। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে নওশাদকে। চিঠিও পাঠাবেন বলেই জানিয়েছেন শওকত। যদি শোনপুরের ওই অনুষ্ঠানে যোগ দেন নওশাদ তাহলে তাঁর নিরাপত্তার বন্দোবস্তও তিনি করবেন বলেই আশ্বাস তৃণমূল বিধায়কের।

Advertisement

[আরও পড়ুন: দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার দেহ, শরীরের ছ্যাঁকার দাগে বাড়ছে ধন্দ]

পঞ্চায়েত ভোটের আগে শওকত ও নওশাদকে বিধানসভায় দেখা যায়। সেখানে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন একে অপরে। তারপরই এই আমন্ত্রণ। ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসবের আমন্ত্রণ কী রক্ষা করবেন নওশাদ? আইএসএফ বিধায়ক অবশ্য সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায়ে জেতেনি তৃণমূল। মনোনয়ন পর্ব থেকেই অশান্তি হয়েছে ভাঙড়ে। তাই আমন্ত্রণ রক্ষার কোনও প্রশ্নই ওঠে না।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটে গ্রেপ্তার বাংলার তিন যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement