Advertisement
Advertisement

Breaking News

দলবদলের জন্য কোটি টাকার প্রস্তাব ছিল তৃণমূলের, বলছেন নওশাদ, ‘নাম বলুন’ পালটা কুণালের

বায়রনকে ভয় দেখিয়ে দলে নিয়েছে তৃণমূল, ধারণা নওশাদের।

Nawsad Siddique claims TMC offered him huge money to join party | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 1, 2023 9:31 pm
  • Updated:June 1, 2023 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়রন বিশ্বাসের মতো তৃণমূলে যোগ দেওয়ার টোপ দেওয়া হয়েছিল তাঁকেও। চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddiqiue)। তাঁর দাবি, এক-আধ কোটি নয়, তাঁকে তৃণমূলে ভেড়াতে কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকী তাতে কাজ না হওয়ায় ভয়ও দেখানো হয়েছিল। সঙ্গে সঙ্গে পালটা এসেছে তৃণমূলের তরফেও।

সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের (Bayron Biswash) তৃণমূলে যোগদান রাজ্যে বাম-কংগ্রেস জোট মডেল যে ধাক্কা খেয়েছে, তাতে সংশয় নেই। এ প্রসঙ্গে আইএসএফ (ISF) বিধায়ক বলছেন, “দলবদলের ২টো প্রধান কারণ থাকতে পারে, একটা হল লোভ, অন্যটা ভয়ভীতি। বায়রনকে কীভাবে দলে নিয়েছে জানি না। হয়তো ভয় দেখিয়ে দলে নিয়েছে কারণ আর্থিকভাবে ও স্বচ্ছল। ভয়ের কাছে তিনি নিজেকে সঁপে দিয়েছেন। এখন তিনি বলছেন শাসকদলের সঙ্গে না থাকলে উন্নয়ন করা যাবে না। এটা বোকা বোকা কথা। এসব কথা বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন।” নওশাদ বলছেন, দিনের শেষে সাগরদিঘির মানুষের রায়কে মর্যাদা দিল না শাসকদল।

Advertisement

[আরও পড়ুন: স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তরেও সময়সীমায় বদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?]

ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি, তাঁকেও নানাভাবে শাসকদল ভাঙানোর চেষ্টা করেছে। কিন্তু তিনি কোনওভাবেই তৃণমূলের (TMC) কাছে আত্মসমর্পণ করবেন না। নওশাদ সিদ্দিকির কথায়, “তৃণমূলের কাছে কোনওভাবেই আত্মসমর্পণ নয়। ২০২৬ সালে যদি আমি ভোটে দাঁড়াই, তাও দলবদলের প্রশ্ন আসবে না।” তৃণমূলের তরফে স্পষ্ট অভিযোগ তুলে তিনি বলছেন, “আমাকে দলে টানার জন্য ভয় এবং লোভ দুটোই দেখিয়েছে। ১-২ কোটি নয়, অনেক টাকার টোপ এসেছিল তৃণমূলের কাছ থেকে। পাশাপাশি কখনও ভাল কোনও পদ বা মন্ত্রিত্বের টোপও দেওয়া হয়েছিল।জেল খাটিয়েও আমাকে দমাতে পারেনি তৃণমূল, নওশাদ দলবদল করবে না, এটাই আমার কমিটমেন্ট।”

[আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ে হামলায় ধৃত কুড়মি নেতাদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস]

নওশাদ যে বিপুল টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করছেন, “সেটা অবশ্য মানতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, এই ধরনের প্রস্তাব গিয়ে থাকলে আগে বলেননি কেন? কে প্রস্তাব দিয়েছে নাম বলুন।” সেটারও আবার পালটা এসেছে ভাঙড়ের বিধায়কের তরফে। এবারে তিনি কুণালকে কটাক্ষ করে বলেছেন, “আমি নাম বলে দিলে আপনার চাকরি থাকবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement