Advertisement
Advertisement
Nawsad Siddique

ধর্ষণ মামলায় আপাতত গ্রেপ্তার করা যাবে না নওশাদকে, ‘রক্ষাকবচে’র মেয়াদ বাড়াল হাই কোর্ট

নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়।

Nawsad Siddique cant be arrested till 27 July | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 18, 2023 7:26 pm
  • Updated:July 18, 2023 7:26 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে আবারও স্বস্তি পেলেন নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ভাঙড়ের বিধায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল। বউবাজার থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় ২৭ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে মা নওশাদকে। মঙ্গলবার জানিয়ে দিলেন বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।

Advertisement

[আরও পড়ুন: থাইল্যান্ডের ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে কলকাতার চিকিৎসকের মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা?]

ডোমকলের (Domkal) ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোপলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। জানান, তদন্তাধীন বিষয়, কোনও মন্তব্য করবেন না।

ওয়াকিবহাল মহলের মতে, তাঁর গোপন জবানবন্দির জেরে আরও বিপাকে পড়তে পারেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। বিপদ এড়াতে তড়িঘড়ি আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আরজির ভিত্তিতে সাময়িক স্বস্তিও পেয়েছিলেন নওশাদ সিদ্দিকি। এবার সেই স্বস্তির মেয়াদ আরও বাড়ল।

[আরও পড়ুন: বয়কটের পরও রাজারহাটের বুথে কীভাবে ৯৫ শতাংশ ভোট! তদন্তের নির্দেশ ‘তাজ্জব’ বিচারপতির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement