রূপায়ণ গঙ্গোপাধ্যায়: যাদের বাড়িতে কেউ নেই। লকডাউনের সময় সেই সমস্ত প্রবীণদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি (BJP)। অসহায় প্রবীণ মানুষদের বাড়ির বাজার থেকে শুরু করে দোকানপাট করে দেবেন স্থানীয় বিজেপি কর্মীরাই। এমনই নির্দেশ দলের শীর্ষ নেতৃত্বের। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ভিডিও কনফারেন্স করেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সেখানে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ সুব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা।
বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব শনিবার নির্দেশ দেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অসহায় প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে হবে। করোনার জেরে বর্তমানে গোটা দেশেই গৃহবন্দি মানুষজন। শীর্ষ নেতৃত্বের বার্তা পাওয়ার পরই বঙ্গ বিজেপির তরফে বুথস্তরে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় অসহায় প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। প্রবীণদের বাজার-দোকান করে দেওয়াই শুধু নয়, যাঁদের আর্থিক সামর্থ্য নেই আবার বয়স্ক তাঁদেরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের পয়সা দিয়েই কিনে দেবেন বিজেপি কর্মীরা।
এই ধরনের কাজের পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। সন্দেশখালির ১৩ জন শ্রমিক বিশাখাপত্তনমে আটকে রয়েছেন। তাঁদের সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। এছাড়া গুজরাতের রাজকোটে আটকে পড়েছেন ঝাড়গ্রামের বহু শ্রমিক। তাঁদের সমস্তরকম সহযোগিতা করার জন্য ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম যোগাযোগ করছেন রাজকোটের বিজেপি সাংসদের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.