Advertisement
Advertisement

Breaking News

হ্যাম রেডিও

আরও এক জাতীয় স্বীকৃতি, সেরার সম্মান পেল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব

জাতীয় স্তরের পুরস্কারে ভূষিত ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।

National Level acclaimation for West Bengal Radio Club
Published by: Subhamay Mandal
  • Posted:December 30, 2019 5:36 pm
  • Updated:December 30, 2019 5:36 pm  

শুভময় মণ্ডল: কিছুদিন আগেই আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছে। এবার সেরা হ্যাম রেডিও ক্লাবের তকমা পেল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। হেলথকেয়ারের দুনিয়ার অস্কার হিসাবে পরিচিত, সিক্স সিগমা হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরা হ্যাম রেডিও ক্লাবের ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। গত ২৬ বছর ধরে রেডিওর দুনিয়ায় একের পর এক প্রশংসনীয় কাজ করে চলেছে এই হ্যাম রেডিও। কখনও তাঁরা সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের তুফান সম্পর্কে আগেভাগে সতর্ক করেছেন। কখনও আবার দুর্যোগ কবলিত এলাকার মানুষের সঙ্গে প্রিয়জনদের যোগাযোগ করে দিয়েছেন তাঁরা। সেই সব কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসাবেই এই পুরস্কার।

Advertisement

২৬ বছর আগে পথচলা শুরু করেছিল এই ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। দেশে আরও ২৮৫টি অ্যামেচার রেডিও থাকলেও প্রথমদিন থেকেই কাজের ধরনটা আলাদা ছিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের। তাঁরা একদিকে যেমন সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য কাজ করেছে। অন্যদিকে স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ার নেশা থেকে বের করে আনতেও কাজ করছে। পড়ুয়াদের শেখানো হচ্ছে হ্যাম রেডিওর ব্যবহার। পরববর্তী সময় এই রেডিও নিয়ে কাজ করার সুযোগ সম্পর্কেও অবহিত করা হচ্ছে তাঁদের।

[আরও পড়ুন: ৫৫ বছর পর দাদাকে ফিরে পেলেন ভাই, সৌজন্যে হ্যাম রেডিও]

সামনেই গঙ্গাসাগর মেলা। কয়েকদিন পর সেখানেই ঘাঁটি গাড়বে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা। সেও এক বিরাট কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসবেন সাগরে। তাদের জন্যও ফের ময়দানে নামতে হবে হ্যাম অপারেটরদের। তার আগে এই স্বীকৃতি নিঃসন্দেহে চাঙ্গা করে দিয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। নয়াদিল্লিতে এই পুরস্কার দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে। সেই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement