প্রতীকী ছবি।
নিরুফা খাতুন: অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ। ছবি তুলে প্রশ্নপত্র অন্যত্র পাঠিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল নারকেলডাঙা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা।
রবিবার অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা ছিল। বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন জায়গাতে পরীক্ষার সিট পড়ে। খান্না হাইস্কুলও ছিল একটি পরীক্ষাকেন্দ্র। সেখানে পরীক্ষা যায় অলোক অধিকারী, সুব্রত সরকার, মাসাউল হোসেন এবং জগন্নাথ মান্না নামে চারজন। ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম ভেঙে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকে তারা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ছবি তোলে। ওই ছবি বিভিন্ন নম্বরে ফরওয়ার্ড করে। তারপর পরীক্ষা দিতে শুরু করে। সুপারিনটেনডেন্টের নজরে আসে। তিনি গোটা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
এরপর টিচার-ইন-চার্জ রাহুল দেও শর্মা নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। এফআইআরে নাম থাকা অলোক, সুব্রত, মাসাউল এবং জগন্নাথকে গ্রেপ্তার করা হয়। এই চারজন কাকে কাকে প্রশ্নপত্রের ছবি ফরওয়ার্ড করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা-ও তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের দফায় দফায় জেরা করে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.