Advertisement
Advertisement

নারদ কাণ্ডে নয়া মোড়, ফুটেজ নিয়ে উঠল প্রশ্ন

যে ফুটেজ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলছিল, তাতে আসলে কোনও দুর্নীতিই প্রমাণ হয় না৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র৷

Narada videos not enough to prove corruption
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 6:39 pm
  • Updated:August 5, 2019 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে ফের নয়া মোড়৷ যে ফুটেজ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলছিল, তাতে আসলে কোনও দুর্নীতিই প্রমাণ হয় না৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র৷

নারদ ফুটেজকে হাতিয়ার করেই বিধানসভা ভোটের আগে শাসক দলকে বেকায়দায় ফেলতে চেয়েছিল বিরোধীরা৷ অভিযোগ ছিল, শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী জড়িত ঘুষ কাণ্ডে৷ ভিডিও ফুটেজ দাখিল করে সে কথাই প্রমাণ করতে চেয়েছিলেন বিরোধীরা৷ শহরে এসে খোদ নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল জানিয়ে গিয়েছিলেন, কোনও অনুদান নয়, ঘুষই দেওয়া হয়েছিল৷ যদিও সে ভিডিও ভোটের ফলাফলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি৷ পরবর্তীকালে এই ফুটেজ নিয়ে বিপাকে পড়েন স্যামুয়েলও৷ এবার এই ফুটেজের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠল৷  নারদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে যে মামলা রুজু হয়েছিল তার শুনানিতেই এ কথা বলেন অ্যাডভোকেট জেনারেল৷ তাঁর মতে, ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা টাকা চাইছেন৷ কিন্তু তাতে দুর্নীতির প্রমাণ হয় না৷ এমন কিছু পাওয়া যায়নি যাতে সিবিআই তদন্ত হতে পারে৷ ফলত যে দাবি উঠছিল তা আসলে খারিজই করে দেওয়ার পক্ষেই সওয়াল করেন তিনি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement