Advertisement
Advertisement

নারদ কাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে তলব ইডির

তলব সুলতান-ইকবালকেও।

Narada Sting: ED summons Kolkata Mayor Sovan Chatterjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2017 3:07 pm
  • Updated:July 5, 2017 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে এবার শোভন চট্টোপাধ্যায়ক নোটিস পাঠাল ইডি। কলকাতার মেয়র তথা দমকলমন্ত্রীকে আগামী সপ্তাহে সল্টলেকে ইডির দফতরে হাজির হতে হবে। শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি নারদ কাণ্ডে আরও দুই অভিযুক্তকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল সাংসদ সুলতান আহমেদ ও তাঁর ভাই ইকবাল আহমেদকেও হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

[দাঙ্গা রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই শান্তিবাহিনী]

নারদ মামলায় জাল আরও গোটাচ্ছে তদন্তকারীরা। গত সোমবার সিবিআই সুলতান আহমেদকে তলব করেছিল। প্রায় সাত ঘণ্টা তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার আগে সুলতানের ভাই তথা তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় সিবিআই এর পাশাপাশি ইডিও তদন্ত চালাচ্ছে। এবার ইডি নারদ কাণ্ড তলব করল কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। দমকলের পাশাপাশি এই মুহূর্তে পরিবেশ দপ্তরেরও দায়িত্বে শোভন চট্টোপাধ্যায়। ইডি সূত্রের খবর, কলকাতার মেয়রকে আগামী সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। এই হেভিওয়েট নেতার পাশাপাশি তৃণমূলের আরও দুই সাংসদ-বিধায়ককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে আগামী বুধবার ইডির দফতরে হাজির হতে হবে। সুলতানের ভাই তথা তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে এর পরের দিন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[নারদ-কাণ্ডে সিবিআই দপ্তরে হাজির সাংসদ সুলতান আহমেদ]

সূত্রের খবর, নারদ-কাণ্ডের ভিডিও ফুটেজ নিয়ে ইডির আধিকারিকরা কলকাতার মেয়রের কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাইবেন। কেন মেয়র টাকা নিয়েছিলেন। ম্যাথু স্যামুয়েলের সঙ্গে আর কোনও বিষয়ে তাঁর কথা হয়েছে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বেহালা পূর্বের বিধায়ককে। গত মঙ্গলবার টাইগার মির্জাকে জেরা করেছিল ইডি। অভিযোগ, স্টিং অপারেশন চলাকালীন টাইগারই পুরসভার ডেপুটি মেয়র ইকবালের সঙ্গে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের পরিচয় করিয়ে দেন। এবং তার বিনিময়ে ম্যাথুর থেকে টাইগার কয়েক লক্ষ টাকা নেন। টাইগারই ম্যাথুকে শাসক দলের কয়েকজন নেতা ও মন্ত্রীর কাছে নিয়ে যান। সিবিআইয়ের আধিকারিকরা ইতিমধ্যে সুলতান আহমেদকে জিজ্ঞাসাবাদ করে। তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। হাইকোর্টের নির্দেশে নারদ কাণ্ডের তদন্তে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement