Advertisement
Advertisement

নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমকে নোটিস ইডির

২১শে জুলাইয়ের আগে বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে।

Narada Sting: ED serves notice to Suvendu Adhikari
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2017 8:56 am
  • Updated:July 19, 2017 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১শে জুলাইয়ের সমাবেশের আগে অস্বস্তিতে তৃণমূল! নারদ কাণ্ডে এবার রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, ই-মেল করে মন্ত্রীকে সমন পাঠানো হয়েছে। তাঁকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছে ইডির দপ্তরে। নোটিস পাঠানো হয়েছে রাজ্যের আরও এক মন্ত্রী ফিরহাদ হাকিমকেও। এই নিয়ে রাজ্যের মোট তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নোটিস পাঠানো হয়েছে বাংলার ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিংকেও। নারদার টাকা থেকে ক্লাব কীভাবে লাভবান হয়েছে, জানতেই পাঠানো হয়েছে নোটিস।

নারদ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিম আর্থিকভাবে লাভবান হয়েছেন কি না, জানতেই তাঁদের তলব করল ইডি। গতবছর, ‘নারদ নিউজ’ নামে একটি ওয়েব পোর্টালে তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতানেত্রীর টাকা নেওয়ার ছবি সম্বলিত একটি ভিডিও টেপ প্রকাশ করা হয়। ওই ভিডিও-য় টাকা নিতে দেখা যায় তৃণমূলের হেভিওয়েট বেশ কিছু নেতানেত্রীকে। যদিও ওই ভিডিও ফুটেজ ভুয়ো বলে বরাবরই দাবি করে এসেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোয় সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এই ফুটেজের সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

Advertisement

[সনিকা মৃত্যু মামলায় পেশ চার্জশিট, বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা]

শুভেন্দু অধিকারী বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বলিষ্ঠ কাঁধে ভর করেই এগিয়ে গিয়েছে নন্দীগ্রাম আন্দোলন। যে আন্দোলন এ রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মসনদে বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে ২০১১ সালে এই রাজ্যে ক্ষমতায় আসার পর সারদা, রোজভ্যালি-সহ নানা কেলেঙ্কারিই অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। সারদায় যেমন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী জালে জড়িয়েছেন, তেমনই রোজভ্যালি কাণ্ডও পিছু ছাড়েনি তৃণমূলের নেতামন্ত্রীদের। কিন্তু গত ৭ বছরে নারদ কাণ্ডের মতো কাঁটা বোধহয় কোনওটাই হয়নি তৃণমূল কংগ্রেসের কাছে।

ইতিমধ্যে নারদ কাণ্ডে সমন পেয়েছেন রাজ্যের আর এক হেভিওয়েট, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও৷ যদিও এ যাত্রায় হাজিরা এড়িয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ আইনজীবী মারফত তিনি জানিয়ে দেন, জুলাই মাসের ২১ তারিখের আগে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷ এরপর যে কোনও দিন হাজিরা দিতে প্রস্তুত তিনি৷ নারদ স্টিং অপারেশনের ভিডিওতে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর বিরুদ্ধে। কিছুদিন আগেই এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে। নিজাম প্যালেসে গিয়ে তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। সিবিআইয়ের নোটিস পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারও। কাকলিদেবী অবশ্য দাবি করেন, তিনি নারদের টাকা ফিরিয়ে দিয়েছিলেন। যদিও এদিন ম্যাথু স্যামুয়েল ফের স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল সাংসদ যে টাকা নিয়েছেন, সেই ছবি তাঁকে আইফোনে ধরা রয়েছে। দ্রুতই সেই সব তথ্য তিনি সিবিআইকে দেবেন।

[ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement