Advertisement
Advertisement

Breaking News

নারদ কাণ্ডে এবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে নোটিস সিবিআইয়ের

ইকবাল আহমেদের বয়ানের সত্যতা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা৷

Narada sting: CBI serves notice to Mohammedan sporting club
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2017 5:17 am
  • Updated:July 14, 2017 7:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে সিবিআইয়ের জেরায় সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ৷ তবে তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত কোনও কাজে নয়, সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা ময়দানের একটি ক্লাবকে দিয়েছেন৷ আর এবার ইকবাল আহমেদের সেই বয়ানের সত্যতা খতিয়ে দেখতে মহামেডান স্পোটিং ক্লাবকে নোটিস পাঠাল সিবিআই৷

[নারদ কাণ্ডে সিবিআইয়ের নোটিস সুব্রতকে, হাজিরা এড়ালেন মন্ত্রী]

Advertisement

সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, নারদ কাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এই ইকবাল আহমেদ৷ ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন তিনি৷ বস্তুত, নারদ কাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআরেও সেই কথা উল্লেখ ছিল৷ ইতিমধ্যেই হুগলির খানাকুলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে বেশ কয়েকবার জেরাও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা৷ সিবিআই সূত্রে খবর, দিন কয়েক আগে জেরার মুখে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন তিনি৷ তদন্তকারীদের ইকবাল আহমেদ জানান, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে নেওয়া টাকা তিনি কোনও ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি৷ ময়দানের একটি ক্লাবকে দিয়ে দিয়েছেন৷ ইকবাল আহমেদের সত্যি বলছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা৷ তাই মহমেডান স্পোটিং ক্লাবকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ ক্লাবের বার্ষিক অডিট রিপোর্টও দেখতে চাওয়া হয়৷ জানা গিয়েছে, সিবিআই আধিকারিকরা দেখতে চান, ইকবাল আহমেদ যদি সত্যি টাকা দিয়ে থাকেন, তাহলে সেই টাকার উল্লেখ ক্লাবের বার্ষিক অডিট রিপোর্টে আছে কিনা৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মহমেডান স্পোটিং ক্লাবের সঙ্গে যুক্ত ইকবাল আহমেদ৷

[সারদা কাণ্ডে শতাব্দী রায়ের বাড়িতে সিবিআই, জেরা সাংসদকে]

প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশনের ভিডিও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রীকে ঘুষ নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ৷ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ইকবাল আহমেদ ছাড়াও মহমেডানের আরেক কর্তা তথা উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা৷ নোটিস পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement