Advertisement
Advertisement

Breaking News

নারদকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন রত্না চট্টোপাধ্যায়

একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

Narada scam: Ratna Chatterjee in ED office
Published by: Monishankar Choudhury
  • Posted:September 30, 2019 3:21 pm
  • Updated:September 30, 2019 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার তদন্তকারী সংস্থাটির দপ্তরে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। স্বামীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন ও একটি সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তাঁকে প্রশ্ন করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: সত্যি হল জল্পনা! অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী]

Advertisement

জানা গিয়েছে, গতকালই রত্নদেবীকে সমন পাঠিয়েছিল ইডি। সেইমতো সোমবার সকালে তদন্তকারী সংস্থাটির দপ্তরে পৌঁছান তিনি। সূত্রের খবর, আগেই শোভন পত্নীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল তদন্তকারীদের হাতে। নারদের টাকা শোভনবাবুর কাছ থেকে কীভাবে হস্তান্তর হয়েছে এবং টাকা কি শোভনবাবু নিজের কাছে রাখেন, না রত্নাদেবীকে দেন? নাকি সম্পূর্ণ অন্য কারওর কাছে যায় ওই টাকা? সেই নিয়েই ফের রত্না চট্টোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। এর আগে রত্নাদেবীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সদ্য, নারদকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে। আজ তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে। তার পর হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। নারদ নিউজের প্রধান ম্যাথু স্যামুয়েল দাবি করেন, টাকার বিনিময়ে ‘রাজনৈতিক রক্ষাকবচ’ ও ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীরা। অভিযোগ, নারদ ভিডিওয় টাকা নিতে দেখা গিয়েছে, মির্জা-সহ প্রয়াত তৃণমূল নেতা ও কলকাতার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, অপরূপা পোদ্দার ও অন্য নেতাদের।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement