সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের বাড়িতে গেল সিবিআই৷ শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারবেন না বলে, আগেই তদন্তকারীদের জানিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র৷ সূত্রের খবর, সেজন্যই সরাসরি তৃণমূল নেতার বাড়িতে গিয়ে, তাঁর ভয়েস রেকর্ড করলেন তদন্তকারীরা৷
[ আরও পড়ুন: বউবাজারে উলটপুরাণ, বিপজ্জনক হলেও বসতভিটে না ছাড়ার আবেদনে মাইকিং ]
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইকবাল আহমেদের বাড়িতে যায় নারদ কাণ্ডে তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার-সহ ৬ জনের একটি দল৷ সূত্রের খবর, তাঁদের সঙ্গে ছিলেন দু’জন সাক্ষীও৷ তাদের সামনে বসিয়ে ইকবাল আহমেদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা৷ এরপর তৃণমূল নেতার বাড়ির পাশে একটি প্রিন্টিং প্রেসেও যান তাঁরা। সেখানকার ভিডিওগ্রাফিও করেন। সিবিআই সূত্রে খবর, এই প্রিন্টিং প্রেসেই প্রথমবার ম্যাথু স্যামুয়েলের সঙ্গে ইকবালের পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা নারদ স্টিং কাণ্ডে অন্যতম অভিযুক্ত মির্জা।
[ আরও পড়ুন: মহুয়ার ‘অনুরোধেই’ দেবশ্রীর সঙ্গে সাক্ষাৎ, বোমা ফাটালেন দিলীপ ঘোষ ]
উল্লেখ্য, নারদা কাণ্ডে ভয়েস রেকর্ডিংয়ের জন্য ইতিমধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়৷ নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও প্রাক্তন মন্ত্রী মদন নিত্র৷ এই মামলায় গত মঙ্গলবারই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ইকবাল আহমেদের। কিন্তু ওইদিন হাজিরা এড়ান তৃণমূল নেতা। হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শারীরিক অসুস্থতার জন্য আদালতের কাছে তিন সপ্তাহের সময় চেয়ে নেন তিনি। অন্যদিকে, ইকবালের কণ্ঠস্বর রেকর্ডের জন্য নিম্ন আদালতের অনুমতি চায় সিবিআই। নিম্ন আদালত সিবিআইকে অনুমতি দিলে, রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র৷ আগামী সপ্তাহে যে মামলাটি শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি। কিন্তু এর মধ্যেই সিবিআই সিদ্ধান্ত নেয়, বাড়িতে গিয়েই তৃণমূল নেতার ভয়েস রেকর্ড করবেন তাঁরা৷ এবং সেই সিদ্ধান্ত মতোই বৃহস্পতিবার ইকবালের বাড়িতে যান তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.