Advertisement
Advertisement
Awas Yojana

আবাসে দুর্নীতি রুখতে আরও কড়া নবান্ন, ‘যোগ্য’দের দেওয়া হবে অভিন্ন আইডি

কী এই অভিন্ন আইডি? কী করে কাজ করবে?

Nabanna to issue unique ID for PM Awas Yojana

ফাইল ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:December 12, 2024 7:16 pm
  • Updated:December 12, 2024 7:28 pm  

গৌতম ব্রহ্ম: আবাস যোজনার টাকায় দুর্নীতি রুখতে আরও কড়া নবান্ন। এক উপভোক্তার টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে না যায়, তা রুখতে এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দিতে চলেছে রাজ্য সরকার। সেই আইডির ভিত্তিতে মিলবে পরিচয়। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই অর্থ দপ্তর সব দপ্তরকে রিজার্ভ ব্যাঙ্কের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডিটেশন করাতে হবে বলে নির্দেশ দিয়েছে।

ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১৫ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তার আগেই টাকা নিয়ে দুর্নীতি রুখতে ত্রিস্তরীয় নির্দেশিকা দিয়েছে রাজ্য প্রশাসন। এবার অভিন্ন আইডি দেওয়ার কথা  জানাল নবান্ন।

Advertisement

কী এই অভিন্ন আইডি? কী করে কাজ করবে? জানা যাচ্ছে, শিবির করে করে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের ভিত্তিতে তথ্য যাচাই হবে। তারপর দেওয়া হবে একটি আইডি। যার ভিত্তিতে উপভোক্তার সঠিক পরিচয় মিলবে। তারপরই টাকা দেওয়া হবে বলে খবর। কিন্তু যাঁদের ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত নেই তাঁদের কী হবে? তাঁদের বায়োমেট্রিকের সঙ্গে পাস বইয়ের জেরক্স ও ক্যানসেল চেক নেওয়া হবে বলে খবর।

ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এবার সেই তালিকা হাতে-কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্পও খোলা হয়েছে। সেখানে নিজের নাম, ব্যাঙ্কের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। এরপর বিশেষ পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তাঁর আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিকের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও এই কাজ করা যাবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। তারপর তিনি টাকা পাবেন।

রাজ্যে ট্যাব দুর্নীতি সামনে আসতেই সরাসরি অর্থ প্রদানকারী প্রকল্পের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। তখনই আভাস মিলেছিল আবাসের টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও গড়িমসি বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী। সেই মতো নির্দেশ দেওয়া হয় জেলাগুলিকে। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement