ফাইল চিত্র
স্টাফ রিপোর্টার: কেন্দ্রের উপর ভরসা না করে এবার একশো দিনের প্রকল্পে প্রান্তিক মানুষকে কাজ দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। জেলায় জেলায় স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন মনরেগা-র ‘জব কার্ড হোল্ডার’রা। এর ফলে কেন্দ্রের গড়িমসির জন্য যাঁরা কাজ পাচ্ছেন না। তাঁরা রাজ্যের প্রকল্প থেকেই অর্থ উপার্জন করতে পারবেন।
স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে, একশো দিনে যুক্তদের আয়ের ধারা বজায় রাখতে সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হোক। বিজ্ঞপ্তি পেয়ে সব জেলাই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে তালিকা তৈরি করতে শুরু করেছে। বস্তুত, একশো দিনের প্রকল্পের বিপুল টাকা বকেয়া। সেই টাকা নিয়ে বারবার দরবার করছে নবান্ন। এর মধ্যেই আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রের এক প্রতিনিধিদলের আজ রাজ্যের আসার কথা।
বুধবারই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেন্দ্রকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘ওইসব পলিটিক্স না করে আগে একশো দিনের টাকা দিক কেন্দ্র।’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তি। এদিকে, আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে তিনজন করে দু’টি দলে ভাগ হয়ে কেন্দ্রের প্রতিনিধিরা যাবেন মালদহ ও পূর্ব মেদিনীপুরে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে চিঠি দিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে ওই দলের সফরের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তালিকায় কোনও গোলমাল রয়েছে কি না বা যারা ওই যোজনার সুবিধা পেয়েছেন, তাঁদের ‘যোগ্যতাও’ খতিয়ে দেখতে পারেন ওই কেন্দ্রীয় কর্তারা। পাশাপাশি নিয়ম মেনে বাড়ি তৈরি হচ্ছে কি না এবং কী ধরনের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হতে পারে। প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে তাঁদের।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অনিলকুমার সিং মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরে চিঠি দিয়ে বিভাগীয় ওই প্রতিনিধিদলের পূর্ব মেদিনীপুর এবং মালদহে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে যাওয়ার কথা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন স্বয়ং গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর শৈলেশ কুমার। সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সুভাষ দ্বিবেদী ছাড়াও ওই দলে শৈলেশ নিজে থাকবেন। আর মালদহ জেলার জন্য তৈরি দলের নেতৃত্বে থাকবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শক্তিকান্ত সিং। অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজাও প্রতিনিধিদলে থাকবেন। জানুয়ারির প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় কর্তারা বাংলায় আসবেন বলে চিঠিতে জানানো হয়েছে। তবে তারিখের কথা উল্লেখ করা হয়নি চিঠিতে। সূত্রের খবর, আজ তাঁরা আসতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.