Advertisement
Advertisement
Nabanna

সরকারি জমির বেদখল ঠেকাতে জেলায় জেলায় জরিপ শুরু নবান্নের

চলতি সপ্তাহেই পেশ করা হবে জেলাভিত্তিক জমি জরিপের রিপোর্ট।

Nabanna started Land survey in all district

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 2, 2024 11:32 pm
  • Updated:July 2, 2024 11:48 pm  

গৌতম ব্রহ্ম: রাজ্য সরকারের ল‌্যান্ড ব‌্যাঙ্কের জমির কোনও অংশ জবরদখল হয়েছে কী না বুঝতে জেলায় জেলায় জরিপ শুরু করল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর।  চলতি সপ্তাহে বিভাগীয় সচিব বিবেক কুমার জেলাশাসক ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই পেশ করা হবে জেলাভিত্তিক জমি জরিপের রিপোর্ট। তারপর এই ব‌্যাপারে পদক্ষেপ করা হবে। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

রাজ্যজুড়ে সরকারি জমি বেদখল হওয়া সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র আইএএস অফিসার বিবেক কুমারকে সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেন। এমনকী সরকারি জমি জবরদখলে অভিযুক্ত উত্তরবঙ্গের এক দলীয় নেতাকেও গ্রেফতার করা হয় মুখ‌্যমন্ত্রীর নির্দেশে। তারপরই নড়েচড়ে বসে নবান্ন। ল্যান্ড ব্যাঙ্কের জমি নিয়ে জেলাশাসকদের জরিপ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন বিবেক কুমার। মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি স্মরণ করিয়ে দেওয়া হয় ভূমি আধিকারিকদের। সেই পথে হেঁটেই এবার জেলায় জেলায় জরিপের কাজ শুরু করল রাজ্য সরকার।

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধী দলনেতা হওয়া উচিত জয়রামের’, সংসদে ‘যুদ্ধং দেহি’ খাড়গেকে তোপ ধনকড়ের]

উল্লেখ্য, মুখ‌্যমন্ত্রী হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ল‌্যান্ড ব‌্যাঙ্কের জমির কলেবর বৃদ্ধি নিয়ে তৎপর হন। শিল্পের জমির সমস্যা মেটাতে ল‌্যান্ড ব‌্যাঙ্কে আরও বেশি জমি যুক্ত করেন। জানা গিয়েছে, তৃণমূল সরকারের জমানায় এখনও পর্যন্ত শিল্প দফতর এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে প্রায় ৬ হাজার একর জমি হস্তান্তর করা হয়। বাকি জমির কিছুটা অংশ ভূমিহীনদের মধ্যে বিলি করা হয়। পাট্টা দেওয়া হয়। এখনও অনেক জমি রয়েছে ল‌্যান্ড ব‌্যাঙ্কে। সেগুলির কী অবস্থা, কোনও অংশ বেহাত হয়েছে কী না, খতিয়ে দেখার জন্য  তৎপরতা শুরু হয়েছে নবান্নে। 

[আরও পড়ুন: হাথরাস প্রথম নয়, ধর্মীয়স্থানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুমিছিল আগেও দেখেছে দেশ]

নবান্ন সূত্রের খবর, চলতি সপ্তাহে ভূমি সচিব রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। জেলা আধিকারিকেরা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়াল মাধ্যমে। সরকারি জমি জরিপের রিপোর্ট হাতে পাওয়ার পর ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement