ফাইল ছবি।
নব্যেন্দু হাজরা: সরকারি অফিসে টিফিন টাইমেও কোনও মিটিং-মিছিল করা যাবে না। কর্মচারীদের সময়ে অফিস আসতে হবে, নির্দিষ্ট সময়ে বেরোতে হবে। সরকারি অফিসে কাজের এবং টিফিন টাইমের সময়সীমা এবার বেঁধে দিল রাজ্য সরকার। শনিবার নবান্নের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়।
সেখানে বলা হয়েছে, দুপুর ১টা ৩০ থেকে ২টোর সময়ে শুধু টিফিন টাইম থাকবে। কোনও মিটিং মিছিল করা যাবে না। যদি অর্ধেক অফিস করে কেউ বেরিয়ে যান সেক্ষেত্রে তাঁকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। যথাসময়ে হাজিরা দেওয়া ও কাজের সময় কোনওরকম অতিরিক্ত ঝামেলা এড়াতে অফিসের প্রধানের থেকে অনুমতি ছাড়া অফিসের বাইরে কেউ বার হতে পারবেন না। বেলা ১.৩০ থেকে ২টো কেবলমাত্র টিফিনের সময় আর অন্য কোনও কাজের সময় নয়। এই নিয়ম পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে কড়া নজর রাখা হবে, পাশাপাশি নিয়মের লঙ্ঘন হলে উদ্দিষ্ট ব্যক্তিকে অফিসে অনুপস্থিত বলে ধরা হবে।
আগামী ২২ মে সরকারি কর্মচারীদের একাংশের পেন ডাউন কর্মসূচি রয়েছে। জনসাধারণের পরিষেবা পেতে অসুবিধা হতে পারে। তাই জানানো হয়েছে, যে সমস্ত কর্মী কাজ করবেন না, আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওইদিন কোনও কর্মী সিএল নিতে পারবেন না। শুধুমাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, পরিবারের কেউ অসুস্থ হলে তাঁরা ছুটি নিতে পারবেন।
তাছাড়া মাতৃত্বকালীন ছুটি, ১৯ মে’র আগে থেকে কেউ যদি ছুটি নিয়ে থাকেন, তাঁরা এই ছুটি পাবেন। যেমনটা ধর্মঘট ডাকলে বলা হয়ে থাকে, এদিনের নির্দেশিকায় তেমনটাই জানানো হয়েছে। না হলে দফতরের আধিকারিক তাঁদের শোকজ করবেন। এদিকে টিফিন টাইমে মিটিং মিছিলের অধিকার কেড়ে নিলে সে ক্ষেত্রে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। মঙ্গলবার তারা বিক্ষোভ দেখাতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.