Advertisement
Advertisement

Breaking News

Behala Accident

Behala Accident: বেহালা দুর্ঘটনা ও অশান্তিতে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর, রিপোর্ট তলব নবান্নের

'এরকম আর হবে না', আশ্বাস CP বিনীত গোয়েলের।

Nabanna seeks report on Behala accident case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 4, 2023 12:12 pm
  • Updated:August 4, 2023 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: বেহালা দুর্ঘটনা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল বলেন, “ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা আর হবে না।” তবে ঘটনার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।

দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৬ টা থেকে উত্তপ্ত বেহালা চৌরাস্তা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জ্বালানো হয় পুলিশের গাড়ি, বাইক। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে পুলিশ। কথায় কাজ না হওয়ায় লাঠিচার্জ করা হয়, ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল। আহত হন পুলিশ এবং আমজনতা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: ধর্মপ্রাণ ছেলেরা জঙ্গি! বিশ্বাসই হচ্ছে না আল কায়দা সন্দেহে ধৃত কালনার ২ পরিবারের]

তাঁদের সামনেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সিপি জানিয়েছেন, ঘটনার সময় ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছিলেন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা খতিয়ে দেখা হবে। কোনও গাফিলতি ছিল কি না, সেটাও দেখা হবে। পাশাপাশি পরবর্তীতে আর এরকম হবে না বলেও আশ্বাস দেন তিনি। এদিকে বেহালা কাণ্ডে নড়েচড়ে বসেছে নবান্নও। ইতিমধ্যেই লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব। প্রসঙ্গত, এদিনের অশান্তিতে জখম হয়েছেন জয়েন্ট সিপি ট্রাফিক। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতালেই ভরতি রয়েছেন মৃত খুদের বাবা। তাঁর পায়ে গভীর ক্ষত।

[আরও পড়ুন: ‘ও দোষী নয়’, জঙ্গি সন্দেহে ছেলের গ্রেপ্তারিতে তাজ্জব তারকেশ্বরের আমানের পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement