Advertisement
Advertisement
NPR স্থগিত

NRC, CAA’র পর NPR-এর কাজও স্থগিত রাজ্যে, নবান্ন থেকে জারি নির্দেশিকা

জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের জন্য শুরু হওয়া প্রশিক্ষণ আপাতত বন্ধ।

Nabanna issues circular to stop work for national populatio registration (NPR)
Published by: Sucheta Sengupta
  • Posted:December 16, 2019 8:55 pm
  • Updated:December 16, 2019 8:55 pm  

সন্দীপ চক্রবর্তী: এনআরসি, সিএএ’র পর এবার এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ নিয়েও বিরোধী অবস্থান নিল রাজ্য সরকার। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আপাতত এনপিআর-এর কাজ বন্ধ রাখতে হবে। উল্লেখ্য, NPR নিয়ম (২০০৩) অনুযায়ী, পাসপোর্ট বা ভিসা ছাড়া এদেশে এলে, তাকে নাগরিক হিসেবে ধরা হবে না, যা খুব সূক্ষ্মভাবে হলেও এনআরসি’র সঙ্গে জড়িত বলে বিশেষজ্ঞ মহলের মত। আর তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি হল বলে মনে করা হচ্ছে।

সোমবার দুপুরে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জির (NRC) বিরোধিতায় কলকাতার রাস্তায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই নবান্নের অন্দরে এনপিআর-এর (NPR) বিরোধিতায় নিয়েও গুঞ্জন তৈরি হচ্ছিল। সন্ধে হতেই তা একেবারে স্পষ্ট হয়ে গেল। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জনগণনা সংক্রান্ত বিভাগ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্যে জনসংখ্যা নিবন্ধীকরণের কাজ স্থগিত রাখতে হবে। এ বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার এবং প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। তাতে বলা হয়েছে, এনপিআর (NPR) তৈরি বা সংশোধনের কাজ আপাতত বন্ধ থাকবে। রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Advertisement

[আরও পড়ুন: দ্বন্দ্ব বাড়িয়ে মমতাকেই রাজভবনে তলব, চিঠিতেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত প্রকাশ্যে]

রাজ্য সরকারের এক আধিকারিকের মতে, যে কোনও সময় নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে এনপিআর-এর কাজ বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলের মত অন্য। তাদের মতে, এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গোড়া থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। এখন এই দুটি প্রক্রিয়ার সঙ্গেই সূক্ষ্মভাবে যুক্ত এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ। যেখানে দেশের নাগরিকের তালিকা থেকেই বাদ পড়তে পারেন অনেকেই। সেই জায়গা থেকেই রাজ্যের শাসকদল এনপিআর-এর কাজও স্থগিত করে দিলে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নবান্নের সেনসাস বিভাগের সূত্রে খবর, জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ কাজের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ চলছিল। ব্লকে ব্লকে শিক্ষকদের নিযুক্ত করা হয়েছিল। এ বাদ দিয়ে কাজ তেমন এগোয়নি। আর এখানেই প্রশ্ন উঠছে, এনপিআর-এর কাজ স্থগিত রাখা আদৌ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে।

[আরও পড়ুন: CAA বিক্ষোভে ক্ষয়ক্ষতি কতটা? রাজ্যের কাছে বুধবারের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement