গৌতম ব্রহ্ম: পঞ্চায়েত ভোটের আগে নাগরিক পরিষেবা প্রদানে আরও এক প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ‘দিদিকে বলো’, ‘দুয়ারে সরকার’-এর পর ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র মাধ্যমে জনসংযোগের রাস্তা খুলেছিলেন তিনি। সেই প্রকল্পও বেশ জনপ্রিয় হয়। আমজনতার একাধিক সমস্যার সমাধান হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে। এবার সেই সাফল্যকে হাতিয়ার করেই আরও বেশি এই প্রকল্পের প্রচারে জোর দিল নবান্ন (Nabanna)। জেলাশাসকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে প্রচার করতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ (Sorasori Mukhyomantri) প্রকল্পের।
মুখ্যমন্ত্রী নিজেই ফোন নম্বর দিয়ে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন। যে কোনও সমস্যা সেই নম্বরে ফোন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। সেইমতো জনতার কাছে এই বার্তা পৌঁছে দিতে রাস্তায় রাস্তায়, শহর-গ্রামে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র প্রচারের জন্য হোর্ডিং, ব্যানার দেখা যায়। তাতে বেশ কাজ হয়েছে। বহু মানুষ একাধিক পরিষেবা পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। সম্প্রতি ডেঙ্গুর (Dengue) প্রকোপ দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে কাজে লাগানোর বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। কারও চিকিৎসার সমস্যা হলে কিংবা রক্ত পেতে অসুবিধা হলেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে জানালে মিলবে দ্রুত সমাধান। জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে গত সপ্তাহেই তিনি এই নির্দেশ দিয়েছিলেন।
এবার সেই প্রকল্পকে ডিজিটাল মাধ্যমে আরও প্রচারের নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। শনিবার একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে জেলাশাসকদের কাছে। তাতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব (YouTube), ফেসবুক (Facebook), X হ্যান্ডল, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আরও বেশি করে প্রচার করতে হবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের।
ইদানিং নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার বিভিন্ন রাজনৈতিক দলের একটা বড় হাতিয়ার। তৃণমূলও তাতে পিছিয়ে নেই। ইতিমধ্যেই শাসকদল ও সরকারের বিভিন্ন প্রকল্পের ডিজিটাল প্রচারে জোর দেওয়া হয়েছে। দলের পৃথক আইটি সেলও রয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) এবার তা আরও সম্প্রসারণের অঙ্গ হিসেবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে আরও বেশি প্রচারে নামার নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.