অলংকরণ: অরিত্র দেব।
নব্যেন্দু হাজরা: কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ড তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে নারী নিরাপত্তা নিয়ে। আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তড়িঘড়ি নারী সুরক্ষায় বড়সড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। শনিবার নবান্নে (Nabanna) ভারচুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে রাজ্য সরকারের তরফে চালু হল ‘রাত্তিরের সাথী’ নামে নয়া প্রকল্প। সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় একডজন কর্মসূচি চালু করা হচ্ছে। মূলত রাতে কর্মরত মহিলাদের কথা ভেবেই এই উদ্যোগ রাজ্য সরকারের।
শনিবার আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, নারী নিরাপত্তায় রাজ্য সরকার আরও গুরুত্ব দিতে চায়। আর সেই কারণে রাতে কর্মরত মহিলাদের জন্য বেশ কিছু পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নাম দেওয়া হয়েছে ‘রাত্তিরের সাথী’। এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে, তাও বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.