Advertisement
Advertisement
Nabanna

পুজোয় ছুটি বাতিল পুলিশের, বিজ্ঞপ্তি জারি নবান্নের

১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Nabanna cancelled leave for police during durga puja

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2024 6:38 pm
  • Updated:September 24, 2024 7:36 pm  

গৌতম বহ্ম: দোরগোড়ায় উৎসবের মরশুম। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। সামনেই দুর্গাপুজো। তার পরই লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছট। সেই কথা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সামনেই দুর্গাপুজো। এই চারদিনের জন্যই সারাবছর অপেক্ষায় থাকে সমস্ত বাঙালি। স্বাভাবিকভাবেই সুষ্ঠুভাবে গোটা বিষয়টা পরিচালনা করাই চ্যালেঞ্জ থাকে রাজ্যের কাছে। ফলে প্রতিবছরই আগেভাগেই পুলিশ কর্মীদের তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যে এলাকাগুলোতে জন সমাগম বেশি হয়, সেই এলাকাগুলোর পুজোয় ভিড় নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তাও থাকে বেশি। সর্বদা চলে নজরদারি। উৎসবের কথা মাথায় রেখে মঙ্গলবারই পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। সেখানেই লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছটের জন্য ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরী পরিস্থিতির ক্ষেত্রে ছাড় রয়েছে।

Advertisement

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। কোন ক্লাব কী থিম করছে, সেটা পুলিশকে নজর রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়। মনে রাখতে হবে পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসে, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন। তাদের যেন কোনও অসুবিধা না হয়। সেই সব দিক মাথায় রেখেই ছুটি বাতিলের সিদ্ধান্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement