Advertisement
Advertisement

Breaking News

Nabanna

মেয়াদ বাড়ল না গোপালিকার, নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করল নবান্ন

গোপালিকার মেয়াদবৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার অনুমোদন না মেলায় শনিবারই নতুন নামঘোষণা করল নবান্ন। কুর্সি ছেড়ে নিজের উত্তরসূরীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ভগবতী প্রসাদ গোপালিকা।

Nabanna announces the name of new Chief secretary of West Bengal

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 31, 2024 6:29 pm
  • Updated:August 31, 2024 6:44 pm

গৌতম ব্রহ্ম: রাজ্যের আবেদনে মিলল না সাড়া। মেয়াদ বাড়ল না রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার। তাঁর বদলে নতুন মুখ্যসচিব হচ্ছেন সেচদপ্তরের অতিরিক্ত সচিবের মনোজ পন্থ। শনিবার নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ পর্যন্ত মনোজ পন্থই মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন। আজই তিনি গোপালিকার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিপি গোপালিকা। 

Advertisement

ভগবতী প্রসাদ গোপালিকা পরবর্তী রাজ্যের  মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের (Manoj Panth) নাম নিয়ে একটা জল্পনা ছিলই।  তিনি এতদিন অর্থ দপ্তর সামলেছেন। ওই বিভাগের সচিব ছিলেন পন্থ। শুক্রবার অবশ্য নবান্নের (Nabanna) তরফে সচিব পদে রদবদল করা হয়। তাতে দেখা যায়, অর্থ দপ্তরের মনোজ পন্থকে সরানো হয় তুলনায় কম গুরুত্বপূর্ণ সেচ দপ্তরের। তাঁর বদলে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় প্রভাতকুমার মিশ্রকে।

[আরও পড়ুন: আরজি কর কাণ্ডে শ্রেয়ার প্রতিবাদ, পিছিয়ে দিলেন কলকাতার কনসার্ট]

কিন্তু শনিবার নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে দেখা গেল, সেচদপ্তরের অতিরিক্ত সচিব পদ থেকেই মনোজ পন্থকে সোজা মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল। রাজ্যপালের অনুমোদনক্রমেই তা হয়েছে বলে খবর।  ১ সেপ্টেম্বর রবিবার। তার পরদিন, সোমবার থেকেই নবান্নে নতুন কাজ শুরু করবেন ১৯৯১ ব্যাচের এই আইএএস অফিসার।

[আরও পড়ুন: গোমাংস খাওয়ার ‘অপরাধ’! বিজেপিশাসিত হরিয়ানায় পিটিয়ে ‘খুন’ বাংলার শ্রমিককে]

এদিকে, বিপি গোপালিকার (BP Gopalika)মেয়াদ বাড়িয়ে আরও তিনমাস তাঁকে মুখ্যসচিব পদে রাখার আবেদন জানিয়ে দিল্লিতে আবেদন করেছিল নবান্ন। যদিও লোকসভা ভোটের সময় তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সেসময় রদবদলের টানাপোড়েন এড়াতে কেন্দ্রের তরফে মেয়াদবৃদ্ধি নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়। কিন্তু এবার আর তা হল না। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement