Advertisement
Advertisement

Breaking News

Hijab

‘হিজাব আমার সাংবিধানিক অধিকার’, কর্ণাটক ইস্যুতে কলকাতায় বিক্ষোভ মুসলিম পড়ুয়াদের

পোস্টার, ব্যানার নিয়ে নিজেদের অধিকারের দাবিতে সরব আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

Muslim students of Aliah University, Kolkata stage protest in demand of wearing hijab as 'fundamental right' | Sangbad Pratidin

ছবি: অরিজিৎ সাহা।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 9, 2022 2:18 pm
  • Updated:February 9, 2022 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের হিজাব (Hijab) বিতর্কের আঁচ এবার কলকাতায়। শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক কর্ণাটকের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রায় গোটা দেশেই। এবার তার প্রতিফলন দেখা গেল কলকাতায় (Kolkata)। এখানকার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে হিজাবের পক্ষে সরব হলেন ছাত্রছাত্রীরা। বিশাল পোস্টার, ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ে জমায়েত দেখা গেল। বার্তা একটাই – ‘হিজাব আমার সাংবিধানিক অধিকার’। তাঁদের পোস্টারে আরও লেখা – ‘রক্ত চাই রক্ত নাও, আমাদের অধিকার ফিরিয়ে দাও’। বিক্ষোভকারী প্রত্যেক ছাত্রীই হিজাব পরিহিতা। ছাত্রীদের সঙ্গে এই দাবিতে শামিল ছাত্ররাও।

Hijab
ছবি: অরিজিৎ সাহা।

মুসলিম (Muslim)ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরা নিয়ে আপত্তিতে বিজেপি শাসিত কর্ণাটকে (Karnataka)তুমুল বিতর্ক উসকে উঠেছে দিনকয়েক আগেই। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কয়েকটি কলেজ হিজাব পরে ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছে বটে, তবে ছাত্রীরা ওই পোশাক পরে ক্লাস করতে পারবেন কিনা, তা স্পষ্ট করা হয়নি। এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁদের হিজাব পরেই ক্লাস করার অনুমতি দিতে হবে। এসবের মাঝেই কলেজগুলিতে মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দুত্ববাদী (Hindutwa)ছাত্র সংগঠনগুলিও। তাদের পালটা দাবি, হিজাব পরে ক্লাস করা যাবে না। এর পালটায় তারাও গেরুয়া উত্তরীয় পরে প্রতিবাদ শুরু করে। হিজাব ইস্যুতে পক্ষ-বিপক্ষ নানা মত তৈরি হয়েছে। রাজনীতিবিদরাও একযোগে নেমেছেন সমর্থন বা বিরোধিতায়।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর উন্নয়ন, ৯ দপ্তরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের]

এই পরিস্থিতিতে সোমবার একটি ভিডিও বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, কর্ণাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে স্কুটিতে চড়ে এক মুসলিম ছাত্রী ক্যাম্পাসে ঢোকার পরই তাঁর উদ্দেশে হিন্দুত্ববাদী ছাত্ররা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। প্রথমে তা এড়িয়ে গেলেও ছাত্রীটিও পালটা ঘুরে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে সুর চড়ান। ছাত্রীর ওই ভিডিও নিমেষে ভাইরাল (Viral)। স্বভাবতই হিজাব বিতর্কের আঁচ বাড়ে আরও।

Mob chanting ‘Jai Shri Ram’ accosts girl, she responds with 'Allah-hu-Akbar' at Karnataka Collage

[আরও পড়ুন: ‘বিজেপিতে দমবন্ধ, তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু’, কুণাল ঘোষের দাবি ঘিরে শোরগোল]

এবার কর্ণাটকের সেই ইস্যুর আছড়ে পড়ল কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। বুধবার দুপুরেল দেখা গেল, বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে পোস্টার পোস্টারে ছয়লাপ। সর্বত্রই হিজাব পরার ডাক। হিজাব তাঁদের ‘সাংবিধানিক অধিকার’ বলে দাবিতে সোচ্চার ছাত্রছাত্রীরা। বোঝা গেল, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে আপত্তির জল গড়াবে আরও বহুদূর। 

Aliah Hijab
ছবি: অরিজিৎ সাহা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement