Advertisement
Advertisement

ময়দানে স্টোনম্যানের কায়দায় মহিলাকে খুনের কিনারা, গ্রেপ্তার ১

সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন, দাবি পুলিশের।

Murder mystery solved, 1 arrested
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 21, 2019 2:15 pm
  • Updated:February 21, 2019 2:15 pm  

অর্ণব আইচ: এক সপ্তাহের মধ্যে ময়দানে স্টোনম্যানের কায়দায় মহিলাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় অপরাধ স্বীকার করেছে সে।

[শিশুচোর সন্দেহে ভবঘুরে মহিলাকে গণপিটুনি, রণক্ষেত্র টিকিয়াপাড়া]

Advertisement

গত মঙ্গলবার ময়দানে খুন হন এক অজ্ঞাত পরিচয় তরুণী। সেদিন রাতেই ইলিয়ট পার্কের কাছে রাগবি ময়দান থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মহিলার পরনে ছিল সায়া, ব্লাউজ ও সোয়েটার। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। মৃত মহিলার পরিচয় জানতে কলকাতা-সহ রাজ্যের সবকটি থানায় ছবিও পাঠিয়ে দিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। বুধবার রাতে ওই মহিলাকে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

ধৃতের নাম মহম্মদ আলমগীর। কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আলমগীরের। ধর্মতলা চত্বরের ফুটপাতে প্রেমিকার সঙ্গে থাকত সে। আলমগীরের সন্দেহ হয়, অন্য কারও সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন ওই মহিলা। সেই আক্রোশে পাথর দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করে আলমগীর। জেরায় সে অপরাধ স্বীকারও করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এর আগেও শহরের ফুটপাতে একই কায়দায় মাথা থেঁতলে খুন করা হয়েছিল বছর দুয়েকের এক শিশুকে। বাবুঘাটের কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয়েছিল দেহ। তদন্তে নেমে মৃতের সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে খুন করেছে তার সৎ বাবাই।

[ শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা, ভাড়া কত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement