Advertisement
Advertisement
Municipal Recruitment Scam

পুর নিয়োগ দুর্নীতি মামলা: বিভিন্ন পুরসভার কর্মীদের নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

২৯ সেপ্টেম্বরের মধ্যে নিজাম প‌্যালেসে হাজিরা দিতে হবে তাঁদের।

Municipal Recruitment Scam: CBI summons employees of 14 Municipalities to quiz on recruitment scam | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 22, 2023 2:19 pm
  • Updated:September 22, 2023 4:09 pm  

স্টাফ রিপোর্টার: পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব করল সিবিআই (CBI)। এছাড়াও কলকাতার উত্তর শহরতলি ও উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিককে তলব করা হয়েছে। এবার সিবিআইয়ের নজরে বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভা। এখন থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নিজাম প‌্যালেসে সিবিআইয়ের দপ্তরে এই পুরসভাগুলির করণিক, গাড়ির চালক-সহ বিভিন্ন পদে থাকা কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) দিকে। এই পুরসভা থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি চাওয়া হয়েছে। আগেও এই মামলায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবারও তলব করা হল।

রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রপাত নিয়োগ মামলায় ইডির (ED) হাতে অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর। তাঁরই সংস্থার মাধ্যমে বেআইনিভাবে মোট ১৪ টি পুরসভায় কর্মী নিয়োগ হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাইই নয়, এসব জায়গায় নিয়োগের নেপথ্যে বহু প্রভাবশালী নেতা-মন্ত্রীও জড়িত বলে তথ্য হাতে এসেছে। সেসব আরও বিস্তারিত জানার জন্য এসব পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে তাঁদের দফায় দফায় ডেকে পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। পুরসভার বিভিন্ন পদে থাকা কর্মীদের নিজাম প্যালেসে (Nizam Palace) ডেকে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]

সিবিআইয়ের এই তলব নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘পুর নিয়োগ নিয়ে তদন্ত চলুক তার মতো। আমাদের আপত্তি নেই। ভোট আসলে আমাদের জয় হবে। তদন্তকারী সংস্থা বিভ্রান্তি করে রেখেছে। বিরোধীরা একটা বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। নির্বাচিত সরকারকে কাজ করতে দিচ্ছে না। ষড়যন্ত্র বুঝতে পেরেছি।’’

[আরও পড়ুন: সদিচ্ছা নেই, মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চায় না মোদি সরকার, তোপ রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement