Advertisement
Advertisement
Mukul Roy

আজই তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ মুকুল-শুভ্রাংশুর? বিকেলের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

বিকেলে তৃণমূল ভবনে মমতার সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন বলে শোনা যাচ্ছে।

Mukul Roy and Subhrangsu Roy likely to join TMC on Friday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 11, 2021 12:33 pm
  • Updated:June 11, 2021 4:43 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জল্পনা ঘোরাফেরা করছিলই। কয়েক বছর গেরুয়া শিবিরে কাটিয়ে, দলে বড় পদ পাওয়ার পর আর মন টিকছে না সেভাবে। রাজনৈতিক মহলের একাংশের তাই ধারণা হয়েছিল, ফের ঘাসফুলের পথে পা বাড়াবেন বলে জমি তৈরি করছিলেন মুকুল রায় (Mukul Roy)। শুক্রবারই কি তা বাস্তবায়িত হতে চলেছে? সপুত্র মুকুল রায় আজই যোগ দেবেন তৃণমূলে? এমনই জল্পনা উসকে উঠেছে। আজ বিকেল ৩টেয় তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, তার আগে কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দেখা করবেন মুকুল রায় (Mukul Roy)। তারপর তৃণমূল ভবনে আসতে পারেন মুকুল, শুভ্রাংশু। আনুষ্ঠানিক যোগদান এখানে হতেই পারে। নাহলে সদস্য পদ নেওয়ার জন্য যে সময় লাগে, তার অপেক্ষায় থাকতে হবে। তৃণমূলে প্রবেশের পথ খোলাই রইল পিতাপুত্রের জন্য। 

ভোটের আগে দলত্যাগীদের নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলে ফেরানো নিয়ে তৃণমূল (TMC) সুপ্রিমোর অবস্থান ছিল বেশ নরম।  বিপুল ভোটে রাজ্যে তৃতীয়বার ক্ষমতা দখলের পর তিনি জানিয়েছিলেন, ”দলত্যাগীরা ফিরতে চাইলে ওয়েলকাম, অসুবিধা কী আছে?” আর ভোটের আগে শুভেন্দুকে বিঁধতে গিয়ে একদা দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর প্রতিও নরম মনোভাব প্রকাশ করেছিলেন নেত্রী। সেই বার্তা পেয়ে অনেকেই ফিরব-ফিরব করছিলেন। সম্প্রতি মুকুল রায় নিয়েও তেমনই জল্পনা তৈরি হয়। তা আরও বাড়ে গত সপ্তাহে অভিষেকের মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পর। সেখানে তিনি মুকুলপুত্র শুভ্রাংশুকে (Subhrangsu Roy) আশ্বস্ত করেন, ”পাশে আছি” বলে। তারপর থেকে পিতাপুত্রের তৃণমূলে ফেরা নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়।রাজনীতির বাইরে গিয়ে অভিষেকের এই সৌজন্যে আপ্লুত হয়ে পড়েছিলেন শুভ্রাংশু। বরফ গলনের পরিস্থিতি তৈরিই হচ্ছিল। 

Advertisement

[আরও পড়ুন: করোনা রোগীর দেহ সৎকারের নামে বেআইনিভাবে বিপুল অর্থ আদায়, সাসপেন্ড ৫ পুরকর্মী]

তবে কি শুক্রবার বিকেলই সেই মাহেন্দ্রক্ষণ? তৃণমূল ভবনে দলনেত্রীর সঙ্গে দেখা করতে এসেই কি পুরনো ঘরে ফিরবেন তাঁরা ? উত্তর এখনও সময়ের অপেক্ষায়। এদিন তাঁদের সঙ্গে তৃণমূলে যোগ দিতে পারেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও। তিনি এই মুহূর্তে জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ। দিন কয়েক আগে তিনিও রাজ্যের শাসকদলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে খবর। শুক্রবারই কি আনুষ্ঠানিক যোগদান? রাজনৈতিক মহলের একটা বড় অংশের মত, আজই মুকুল রায়, শুভ্রাংশু রায়, অভিজিৎ মুখোপাধ্যায় – তিনজনকে দলে স্বাগত জানাবেন তৃণমূল সুপ্রিমো।

[আরও পড়ুন: হিন্দুদের বোকা বানিয়ে সিঁদুর পরে ভোট নিয়েছেন! নুসরত প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ]

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকতে এই পদের দায়িত্বে ছিলেন মুকুল রায়। তিনি দল ছেড়ে যাওয়ার পর সেভাবে আর কাউকে এই পদে বসাননি তৃণমূল সুপ্রিমো। এতদিন পর ফের মুকুলের ছেড়ে যাওয়া দায়িত্বভার অভিষেকের কাঁধে তুলে দেওয়া হয়েছে। এরপর মুকুলেরও (Mukul Roy) ঘাসফুল শিবিরে আগমন সময়ের অপেক্ষা মাত্র। ফলে এবার দলে তাঁকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement