Advertisement
Advertisement

Breaking News

BGBS

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আম্বানি-হিরানন্দানি! থাকবেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা?

শিল্প সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে।

Mukesh Ambani and Niranjan Hiranandani may attend BGBS, question on Adani | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 18, 2023 3:44 pm
  • Updated:November 18, 2023 6:08 pm  

নব্যেন্দু হাজরা: বাংলায় লগ্নির জোয়ার আনতে সামনের সপ্তাহেই বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) আসর। সেখানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যক্ষেত্রের হুজ হু-রা। আইটিসি, আরপি, অম্বুজা নেওটিয়া, চ্যাটার্জি, জেএসডব্লিউ গ্রুপের মতো একাধিক শিল্পগোষ্ঠীর কর্ণধারদের পাশাপাশি হাজির থাকতে পারেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার খোদ মুকেশ আম্বানি। থাকতে পারেন হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিও। আদানি শিল্পগোষ্ঠীর প্রধান গৌতম আদানি সশরীরে হাজির থাকবেন কি না তা শনিবার দুপুর পর্যন্ত স্পষ্ট নয়। তবে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা হাজির থাকবেন বলেই খবর।

মঙ্গলবার শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সমাপ্তি অনুষ্ঠান হবে বুধবার। এবারের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। সূত্রের খবর, সম্মেলনের শুরু থেকেই থাকবেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, পুর্ণেন্দু চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সজ্জন জিন্দালরা। থাকতে পারবেন মুকেশ আম্বানিও। যা রাজ্যের শিল্প-বাণিজ্য ক্ষেত্রের পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বাংলার জন্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির উপস্থিতি ঘিরে ধোঁয়াশা রয়েছে। গতবারের সম্মেলনে হাজির ছিলেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। এবার কী হয়, সেদিকে নজর থাকবে সকলের।

Advertisement

[আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ড: পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ, অবরোধে সাফ ‘না’ হাই কোর্টের]

অন্যদিকে নজর রয়েছে হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জনের দিকেও। আপাতত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দিকে যে সমস্ত অভিযোগের আঙুল উঠছে তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছেন নিরঞ্জনপুত্র দর্শন। তাঁর বিরুদ্ধে তৃণমূল সাংসদকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বাংলার শিল্প সম্মেলনে হীরানন্দানি গ্রুপের কর্ণধারের উপস্থিতিতে যে নজর থাকবে তা বলাইবাহুল্য। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই শিল্প সম্মেলনে না কি উপস্থিত ছিলেন দর্শন হীরানন্দানি।

[আরও পড়ুন: কাটা আঙুল হাতে নিয়ে সটান হাসপাতালে যুবক. তার পর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement