Advertisement
Advertisement
Mamata Banerjee

বাঁ পায়ের লিগামেন্টে চোট, হাসপাতালে ভরতি হতে নারাজ মমতা, বাড়িতেই চলবে চিকিৎসা

তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।

MRI done, Mamata Banerjee to go home from SSKM hospital | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 27, 2023 7:58 pm
  • Updated:June 27, 2023 8:12 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: বাঁ পায়ের লিগামেন্টে চোট মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাসপাতালে থেকেই হোক চিকিৎসা। এমনই পরামর্শ চিকিৎসকদের। কিন্তু পঞ্চায়েত ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যে হাসপাতালে ভরতি থাকতে নারাজ। তাই বাড়িতে ফিরতে চান বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা (Mamata Banerjee)। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই বিমানবন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইলচেয়ার ফিরিয়ে দিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তাঁর হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। এরপরই চোটের স্থানে MRI হন তাঁর। সন্ধেয় মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পায়ের আরও কিছু অংশে লেগেছে। হিপ জয়েন্টে লিগামেন্টে আঘাত রয়েছে। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত মিটলেই ফের ভোট বাংলায়, জুলাইয়ের শেষে রাজ্যসভার ৭ আসনে নির্বাচন]

কিন্তু ভোটের আবহে হাসপাতালে ভরতি হতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সাফ জানিয়ে দেন, যা চিকিৎসা প্রয়োজন, বাড়িতেই যেন করা হয়। অর্থাৎ তিনি এদিনই বাড়ি ফিরে যাবেন। তবে এমআরআইয়ের পর মুখ্যমন্ত্রকে সাড়ে ১২ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় হুইলচেয়ারে বসিয়েই। ইতিমধ্যেই হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে যতটা শুশ্রূষা প্রয়োজন, সেই প্রক্রিয়া শেষ হলেই বাড়ি ফিরবেন তিনি।

এদিকে ইতিমধ্যেই ফোনে মমতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের আগে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে খোঁচা দিয়েও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধীরা।    

[আরও পড়ুন: রাজ্যপালের বই কার টাকায়? তদন্তের দাবি জানিয়ে রাজভবনে চিঠি তৃণমূলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement