Advertisement
Advertisement
শতাব্দী রায়

মিঠুনের পথে হাঁটলেন শতাব্দী, ফেরালেন সারদার টাকা

জানেন কত টাকা ফেরালেন বীরভূমের তৃণমূল সাংসদ?

MP Satabdi Roy return Sarada Scam's money to ED
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2019 12:54 pm
  • Updated:September 4, 2019 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী৷ এবার সেই পথে হেঁটে সারদা কাণ্ডে টাকা ফেরত দিলেন শতাব্দী রায়৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা ফেরত দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ৷ বুধবার ড্রাফটের মাধ্যমে এই টাকা পৌঁছে দিলেন তিনি৷

[ আরও পড়ুন: ফের খসে পড়ল চাঙড়, পরিস্থিতি খতিয়ে দেখতে বউবাজারে বিদেশি বিশেষজ্ঞরা ]

Advertisement

এদিন টাকা ফেরত দেওয়ার পর শতাব্দী রায় অভিযোগ করেন, বারবার তাঁকে ডেকে হেনস্থা করছিল ইডি৷ সময় নষ্ট হচ্ছিল৷ তাই জীবনে শান্তি আনতেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন। এবং পুরো টাকা ইডির কাছে পৌঁছে দিয়েছেন৷ এছাড়া তিনি দাবি করেন, রাজনীতি জগতের মানুষ হিসেবে তিনি সারদা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হননি৷ তাঁর শিল্পীসত্ত্বার জন্যই এ কাজ করেছেন৷ শিল্প গুণে সারদা সংস্থার মুখ হয়েছেন তিনি৷ এর আগে গত ৮ আগস্ট এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) দপ্তরে হাজিরা দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার আগেই অবশ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে টাকা ফেরতের কথা ইচ্ছাপ্রকাশ করেছিলেন বীরভূমের সাংসদ। সেই বিষয়ে চূড়ান্ত কথা বলতেই ৮ আগস্ট ইডির দপ্তরে যান টলিউডের এই অভিনেত্রী৷ এবং সেই কথা মতোই বুধবার টাকা ফেরত দিলেন তিনি৷

[ আরও পড়ুন: এবার বুঝি ভাঙল আমার বাড়ি!’, বউবাজারে আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা ]

জানা গিয়েছে, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের থেকে প্রায় ২৯ লক্ষ টাকা পেয়েছিলেন শতাব্দী রায়। সারদা কাণ্ডে টাকা লেনদেনের সূত্র ধরেই তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কে নোটিস পাঠায় ইডি এবং সিবিআই৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। গত ১২ জুলাই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, তা এড়িয়ে যান তিনি। কিন্তু এবার দলে এবং জনমানষে নিজের অবস্থানকে আরও স্বচ্ছ করতেই টাকা ফেরত দিলেন শতাব্দী রায়৷ এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে ইতিমধ্যে সংসদে পাশ হয়ে গিয়েছে নয়া চিটফান্ড বিল৷ সেই বিল আইনে পরিণত হলে আরও দ্রুত টাকা ফেরত পাবেন চিটফান্ডে প্রতারিতরা৷ কারণ, এই নয়া আইন চিটফান্ডে বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করার সুযোগ রয়েছে৷ এছাড়া নয়া আইন অনুযায়ী চিটফান্ড মামলার তদন্তে রাজ্যের অনুমতি নেওয়ারও প্রয়োজন পড়বে না সিবিআইয়ের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement