Advertisement
Advertisement
নুসরত

মুখ্যমন্ত্রীর দেখানো পথেই সাংসদ, সচেতনতার প্রচারে চেতলা বাজারে নুসরত

অভিনেত্রী বাজারে যেতেই ভিড় জমে যায়, ফলে উদ্দেশ্যের সাফল্য নিয়ে প্রশ্ন রয়েই গেল।

MP Nusrat Jahan at Chetla Bazar to spread awareness amid lockdown
Published by: Paramita Paul
  • Posted:March 28, 2020 9:41 am
  • Updated:March 28, 2020 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় আমজনতাকে ভরসা জোগাতে আগেই রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী। কখনও হাসপাতালে তো কখনও বাজারে, কখনও আবার ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। শনিবার সকালে তিনি হাজির হয়েছিলেন চেতলা বাজারে। কথা বলেন আমজনতার সঙ্গে। তাঁদের নিয়ম মেনে সতর্ক হয়ে চলার পাঠও দেন।

শনিবার রাজ্যের লকডাউনের পঞ্চম দিন। চিকিৎসকরা বলছেন, এদিনই করোনা সংক্রমণের স্টেজ থ্রি-তে ঢুকতে পারে ভারত। সেক্ষেত্রে জনঘনত্বপূর্ণ দেশে মহামারি রোখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে এক কিশোর ও দুই শিশু রয়েছে। তারপরেও আমজনতার একাংশের হুঁশ ফিরছে না। বাজারে, চায়ের দোকানে আড্ডা জমাচ্ছেন তাঁরা। এবার তাঁদের সতর্ক করতে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন তৃণমূল সাংসদ নুসরতও।

Advertisement

[আরও পড়ুন : পাশে দাঁড়ানোর চেষ্টা, ৩০ লক্ষ পরিবারের দু’বেলা খাওয়ার ব্যবস্থা করছে বঙ্গ বিজেপি]

এদিন সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে বেশ ভিড় ছিল। দোকানগুলিতে কেনাকাটা করতে গিয়ে মানুষজন কিছুটা দূরে-দূরে দাঁড়ালেও উপযুক্ত দূরত্ব ছিল না। কোথাও কোথাও তো আবার চায়ের দোকানে খোশ আড্ডায় মেতেছিল বঙ্গবাসী। এরই মাঝে মাস্কে মুখ ঢেকে চেতলা বাজারে হাজির হন সাংসদ নুসরত। বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে সচেতন হয়ে কেনাকাটা করতে করতে হবে, কতটা দূরে-দূরে থাকতে দাঁড়াতে হবে তা তিনি বুঝিয়ে দেন। পাশাপাশি, সকলের সুবিধা-অসুবিধার কথাও জানতে চান সাংসদ। ১৫-২০ মিনিট সেখানে ছিলেন তিনি। ইতিপূর্বে হ্যান্ড স্যানিটাইডার, মাস্ক বিলি করেছিলেন তিনি। কিন্তু এদিন বাজারে অভিনেত্রী-সাংসদ হাজির হতেই ভিড় জমে যায়। ফলে সোশ্যাস ডিসন্ট্যান্সিং কতটা হল, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

[আরও পড়ুন : লকডাউনে সঞ্চিত খাবার শেষ, অভুক্ত বৃদ্ধার বাড়িতে রসদ পৌঁছে দিল কলকাতা পুলিশ]

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement