সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যার জেরে সোমবারের একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি।
আজ ভারচুয়াল সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাতে শামিল হননি দিলীপ ঘোষ। এতেই সকলের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে জানা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ। শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক তাঁর বাড়িতেও গিয়েছিলেন। আপাতত বাড়িতেই রয়েছেন দিলীপ ঘোষ। দলীয় সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন তিনি। সেই কারণে দিলীপবাবুর আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার নবান্ন অভিযানে মানুষের ঢল নেমেছিল রাজপথে। সেখানে সামাজিক দূরত্ব তো দূর-অস্ত মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি অনেকেই। সেখানে ছিলেন দিলীপ ঘোষও। তারপরই সাংসদের অসুস্থতা স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন, করোনা আক্রান্ত হননি তো দিলীপবাবু? যদিও এরকম কোনও তথ্য এখনও মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.