রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিশ্ব পরিবেশ দিবসে কলকাতার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সঙ্গে ছিলেন সায়ন্তন বসু, অভিনেত্রী অঞ্জু ঘোষ-সহ বিজেপির নেতা-কর্মীরা। নিজে গাছ লাগানোর পাশাপাশি এদিন প্রত্যেককে বৃক্ষ রোপণের আহ্বান জানান বিজেপি সাংসদ।
৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসের সকালে প্রথমে সল্টলেকের সুকান্তনগর, BF-CF ব্লকে গাছ লাগান বিজেপি সাংসদ। এরপর সেক্টর ফাইভ ও সল্টলেকের বিভিন্ন রাস্তায় ঘুরে গাছ লাগান তিনি। আমফান পরবর্তীতে গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছিল তাঁকে। ঘুরে দেখেছিলেন বোটানিক্যাল গার্ডেন। প্রত্যেককে গাছ রোপণের আবেদন জানিয়েছিলেন। পরবর্তীতে এদিন নিজেই শামিল হলেন বৃক্ষরোপনে। এছাড়াও মন্ত্রী বাবুল সুপ্রিয়, যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-ও এদিন বৃক্ষরোপণ করেন। তাঁদের এই উদ্যোগে অনুপ্রাণিত রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, আমফানের তাণ্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ। রাজ্যের বিভিন্নপ্রান্তের শতাব্দীপ্রাচীন গাছ উপড়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের দাপটে। সেই কারণে আগামীতে রাজ্য জুড়ে সাড়ে ৬ কোটি গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বিশ্ব পরিবেশ দিবসেই উদ্বোধন হবে সেই বৃক্ষরোপন কর্মসূচির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.