Advertisement
Advertisement

মাদারের চিহ্নে আজও সেজে আছে নুরুলের দোকান

মাদারের ধর্ম যে কোনও বিভাজনের নয়, তার আর এক প্রমাণ যেন এই নুরুল ইসলাম ও তাঁর দোকান৷

 Mother Teresa Souvenir Shop in Kolkata founded by A Muslim Man
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 4:16 pm
  • Updated:July 11, 2018 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার হাউস থেকে কয়েক পা হাঁটলেই পড়ে দোকানটি৷ আলগোছে হাঁটতে হাঁটতে অনেকেই ঢুকে পড়েন৷ আর তারপরই শুরু চমকের৷ একটা গোটা দোকানের যেদিকে তাকানো যায়, শুধুই মাদার টেরিজা৷ কোনও ব়্যাকে সারি সারি সাজানো আছে মাদারের মূর্তি৷ কোথাওবা সাজিয়ে রাখা মাদারের উক্তি সম্বলিত কার্ড৷ এমনকী লকেট থেকে শুরু করে ক্রুশ, কফি মাগ, পেন-হেন জিনিস নেই যেখানে মাদারের চিহ্ন নেই৷ নাহ, ‘মিশনারিজ অফ চ্যারিটি’ পরিচালিত কোনও দোকান নয় এটি৷ এ দোকানের মালিক কলকাতার নুরুল ইসলাম৷

সেবায় যতই নিষ্ঠ থাকুন না কেন, ধর্মপ্রচারের সমালোচনা বরবরাই বিদ্ধ করেছে মাদারকে৷ এমনকী তাঁর মৃত্যুর এই ১৯ বছর পরেও শোনা যায়, তিনি আসলে ছিলেন ধর্মপ্রচারকই৷ কিন্তু সমালোচনার হিড়িকে প্রায়শই ভুলে যাওয়া হয়, যে অঞ্চলে মাদার হাউস সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাই বেশি৷ আজও তাই-ই দস্তুর৷ মাদার কিন্তু ধরে ধরে তাঁদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেননি, বা ওই এলাকাকে খ্রিস্টান পল্লি করে তোলেননি৷ মাদারের ধর্ম যে কোনও বিভাজনের নয়, তার আর এক প্রমাণ যেন এই নুরুল ইসলাম ও তাঁর দোকান৷

Advertisement

একজন ইসলাম ধর্মের মানুষের দোকানে খ্রিষ্টান ধর্মের হাজারো সামগ্রী দেখে চমকে যান অনেকেই৷ কিন্তু আসল যোগসূত্র কোনও ধর্ম নয়৷ যিনি এই মেলবন্ধনটি করতে পেরেছেন তিনি মাদার স্বয়ং৷ অবশ্যই এ দোকান থেকেই নুরুলের রুটি-রুজি উপার্জন৷ কিন্তু ইসলাম ধর্মাবলম্বী হয়েও মাদারের মূর্তি সাজানো দোকান গড়ে তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেননি নুরুল৷

 mother-souvenir-shop-itemsএরকম এক দোকান গড়ে তোলার পিছনে দীর্ঘ ইতিহাস আছে৷ প্রথমে ইলেকট্রনিক্সের দোকান ছিল নুরুলের৷ মাদার হাউসের পিয়ানো খারাপ হলে একবার মাদার নিজেই তাঁর দোকানে এসেছিলেন, সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে৷ এ কথা বলতে বলতে আজও দু’চোখ চকচক করে ওঠে নুরুলের৷ মাদারকে যে তিনি নিজের চোখে দেখেছেন সে কথা আজও গর্ব করে বলে থাকেন তিনি৷ মাদারের মৃত্যুর পর থেকেই মাদারকে নিয়েই তাঁর দোকান সাজিয়ে তোলার পরিকল্পনা নেন নুরুল৷ যেহেতু তিনি নিজে মাদারকে দেখেছেন, তাই মূর্তিগুলি যাতে যথাযথ হয় সে চেষ্টাই করেন তিনি৷ একদিন ছোট্ট পরিসরে যে দোকান শুরু করেছিলেন, আজ তা মহীরুহ সমান৷ তবে সে কৃতিত্ব মাদারকেই দেন তিনি৷ নাহ, মাদারকে নিয়ে এভাবে প্রতিনিয়ত বসতি হলেও, তিনি কিন্তু ভিনধর্মে রূপান্তরিত হননি৷

শহরবাসী থেকে শহরে আগত বিদেশীরা তাঁর দোকানে মাদারের ছোঁয়ামাখা সামগ্রী দেখে বিস্মিত হন৷ আর সকল সমালোচককে বিস্মিত করে নুরুল নিজে দাঁড়িয়ে থাকেন সেই ভূমিতে, যা বলে দেয় ধর্মপ্রচারকের বাইরে মাদার  সত্যিই প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ধর্মের বিভাজনহীন মানবধর্ম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement