প্রতীকী ছবি।
অর্ণব আইচ: ফের খাস কলকাতা থেকে উদ্ধার টাকার পাহাড়। গড়িয়াহাটের পর পার্ক স্ট্রিট। সোমবার বিকেলে জমজমাট পার্ক স্ট্রিটের রাস্তায় একটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় গাড়িতে থাকা এক ব্যক্তিকে। সেই চারচাকা গাড়ির ডিকি থেকে বিপুল নগদ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটের ওই গাড়ি থেকে ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা পাওয়া গিয়েছে। যার মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল। একটি ২ হাজার টাকার তোড়াও ছিল। কিন্তু কী উদ্দেশে বা কোথা থেকে এই টাকা আনা হচ্ছিল সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি গাড়িতে থাকা রাজেশ কাসেরা ওরফে রাজেশ আগরওয়াল। এমনকী, কোনও নগদের জন্য় কোনও বৈধ নথিও দেখাতে পারেননি তিনি।
এরপরই নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করে আটক করা হয়েছে রাজেশ আগরওয়াল ও গাড়িটি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎসের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্র খবর পেয়ে এদিন অভিযান চালানো হয়েছিল। এর সঙ্গে হাওয়ালা কারবারের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে শহরজুড়ে জারি তল্লাশি অভিযান। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি সন্ধেয় গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালায় এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। ৯/৩ বি মুক্তি ওয়ার্ল্ডের বাইরে একটি গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষুচড়ক গাছ। উদ্ধার হয় নগদ ১ কোটি টাকা। ওই টাকার উৎস কী? তা জানাতে পারেননি গাড়িতে থাকা কেউই। কোনও নথিও দেখাতে পারেননি। ওই ঘটনায়ও এসটিএফের তরফে একটি মামলা দায়ের করা হয়। এর ১১ দিনের মাথায় ফের শহরের রাস্তা থেকে বিপুল নগদ উদ্ধার হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.