Advertisement
Advertisement

Breaking News

পোশাক নিয়ে দাদাগিরি টিএমসিপির! দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ছাত্রীকে হেনস্তা

একবিংশ শতকে কলেজে তালিবানি ফতোয়া।

Moral policing in College by TMCP
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 8, 2019 7:33 pm
  • Updated:March 8, 2019 9:02 pm  

দীপঙ্কর মণ্ডল: স্লিভলেস পোশাক পরে কলেজে গিয়েছেন। আর সেই কারণেই আন্তর্জাতিক নারী দিবসে শহরের এক কলেজে ছাত্র সংসদের হুমকির মুখে পড়লেন এক ছাত্রী। প্রতিবাদ করায় তাঁর বন্ধুদের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা রীতিমতো মারধর করেছে বলেও অভিযোগ উঠল। অলিখিত ‘ড্রেস কোড’ নিয়ে তুলকালাম কাণ্ড গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে।

[নামী স্কুল-কলেজে মাদক কারবারের পর্দাফাঁস, হেরোইন-সহ গ্রেপ্তার ২]

Advertisement

ইউনিফর্ম পরে যেতে হয় স্কুলে। কলেজের পড়ুয়াদের নিজেদের পছন্দমতো পোশাক পরে যেতে কোনও বাধা নেই। কিন্তু খাস কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ তালিবানি ফতোয়া জারি করেছে বলে অভিযোগ। কলেজে কোনও ছাত্রী নাকি স্লিভলেস পোশাক পরতে পারবেন না। একবিংশ শতকে দাঁড়িয়ে পোশাক ফতোয়া মানতে রাজি হননি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। শুক্রবার, আন্তর্জাতিক নারী দিবসে স্লিভলেস পোশাকেই কলেজে গিয়েছিলেন তিনি। অভিযোগ, স্রেফ পোশাকের কারণেই তাঁকে রীতিমতো হুমকি দেন ছাত্র সংসদের সদস্যরা। ওই ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ করেছিলেন তাঁর কয়েকজন বন্ধু। শুধু মারধর করাই নয়, কলেজের চত্বরে তাঁদের পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। ছাত্র সংসদটি আবার তৃণমূল কংগ্রেস পরিচালিত। শেষপর্যন্ত পাটুলি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি কলেজ কর্তৃপক্ষ।  

এ শহরের কলেজে  ‘ড্রেস কোড’ নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। কয়েক বছরের দক্ষিণ কলকাতার এক নামী মহিলাদের কলেজে ছাত্রীদের পোশাক নিয়ে এমনই নির্দেশিকা জারি করেছিল কর্তৃপক্ষ। বলা হয়েছিল, কলেজে ছাত্রীরা ‘আঁটোসাঁটো’ পোশাক পরে আসতে পারবেন না। তা নিয়ে যথারীতি শোরগোল পড়ে গিয়েছিল শহরে। বিতর্কের মুখে একপ্রকার বাধ্য হয়ে নির্দেশিকা প্রত্যাহার করে নিতে হয় কলেজ কর্তৃপক্ষকে।

[ নারী দিবসে লজ্জা! শিয়ালদহে শ্লীলতাহানির শিকার আরপিএফের মহিলা কনস্টেবল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement