শুভঙ্কর বসু: ফি দিতে না পারলেও কোনও ছাত্রকে বোর্ডের পরীক্ষা (Board Exam) থেকে বঞ্চিত করতে পারবে না কোনও স্কুল। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি মামলায় সোমবার এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।
এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানির পর নির্দেশে আদালত জানিয়েছে, আর্থিক দুরবস্থা কারণে কোনও অভিভাবক ফি না দিতে পারলেও যেন ছাত্রটির একটি বছর নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে। এ ব্যাপারে পরবর্তীতে আরও বিস্তারিত নির্দেশ দেওয়া হবে বলেও ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে।
এছাড়াও এর আগে কোন স্কুলে কত শতাংশ ফি ছাড় দেওয়া হবে, তা শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের দ্বারা গঠিত কমিটির হাতে ছেড়েছিল হাই কোর্ট। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এই পদ্ধতিতে ফি ছাড়ের অঙ্ক নির্ধারণ করতে সমস্যা রয়েছে। অনেকেরই বক্তব্য, যে সমস্ত অভিভাবকেরা এই কমিটিতে থাকবেন তাদের ক্ষেত্রে ফি ছাড়ের বিষয়ে স্বতন্ত্র মতামত দানে অসুবিধা থাকতে পারে। এই বক্তব্য জানার পর আদালত জানিয়েছে, ফি ছাড়ের ক্ষেত্রে মামলায় অন্তর্ভুক্ত ১৪৫টি স্কুল একটি সার্বিক নীতি বা কাঠামো মানতে রাজি হয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে তিনটি বিকল্প স্কিম তাদের জানানো হবে। সেখান থেকে একটি বাছাই করতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর ফের হবে মামলার শুনানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.